scorecardresearch
 

ফ্যাক্ট চেক- বিভ্রান্তিকর দাবির সঙ্গে ভাইরাল হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ভাইরাল

Advertisement
Begum Khaleda Jia Begum Khaleda Jia

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওর অংশে বিএনপি নেত্রীকে বলতে শোনা যাচ্ছে, "ক্ষমতায় তো থাকি তারপর দেখা যাবে কি হয় দেশ নিয়ে !! এই দেশ দিয়ে আর কি দরকার ? আমরা যতো দিন পারি থাকি, লুটেপুটে খাই দাই আরাম করে থাকি !! তারপরে দেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই !!" 

ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, " এই ছিলো ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার বক্তব্য ।"

jia body

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের।  এখানে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া, ক্ষমতানশীন শেইখ হাসিনা সরকারের সমালোচনা করছেন।  

ভাইরাল ভিডিওটি আর্কাইভ করা হয়েছে এখানে । 

রিভার্স ইমেজ সার্চের সাহায্যে আমরা ভাইরাল ভিডিওটির সত্যতা খুঁজে পাই।  বাংলাদেশ ন্যাশানাল পার্টির ইউটিউব চ্যানেলে ২ রা জানুয়ারী, ২০১৭ সালে আপলোড করা হয়।  ভিডিওটির শিরোনাম, " ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য"। 

এক ঘন্টার বেশি দীর্ঘ এই ভিডিওতে ৪১ মিনিটের কিছু পর থেকে ভাইরাল অংশটি শোনা যায়।  ভাইরাল ভিডিওটি যেহেতু মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে , আমরা খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষাপট বোঝাবার জন্য একটা বড়ো অংশ এখানে দিলাম।  

বেগম খালেদা জিয়া যা বলেছেন সেটা হলো - "আমরাও তো কিছুদিন সরকার চালিয়েছি, জানি। এই যেসব আর্মস কেনা হচ্ছে, এই আর্মসের ই এইভাবে তো হয়না কোনো দিনও। অনেক নিয়ম কানুন আছে। কিন্তু আজকাল কোনো নিয়ম কানুনেরই ধার ধারে না। টেন্ডারেরও পর্যন্ত ধার ধারে না। আজকে ফট করে এই অস্ত্র কিনে ফেললাম, ওই অস্ত্র কিনে ফেললাম। রাশিয়া থেকে কিছু কিনলাম, অমুকখান থেকে কিছু কিনলাম, আমেরিকা থেকে কিছু কিনলাম, ইন্ডিয়া থেকে কিছু কিনলাম, যেখান থেকে পাবো কমিশন দেয়া হবে, ক্ষমতায় থাকার জন্য একটু আশ্বাস দেবে, তার কাছ থেকেই কিনো। “ক্ষমতায় তো থাকি তারপর দেখা যাবে কী হয় দেশ নিয়ে। এই দেশ দিয়ে আর কী দরকার। আমরা যতদিন পাই থাকি, লুটেপুটে খাই দাই আরাম করে থাকি, তারপরে এই দেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই।” কিন্তু তোমরা (ছাত্রদল) আজকে তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। তোমাদের কাছে আজকে একটা বিরাট দিন, আনন্দের দিন। তোমাদেরকে আজকে শপথ নেয়ার দিন যে, এই দেশটাকে আমরা, এইযে জালেম অত্যাচারী লুটেরা সরকারের হাত থেকে কী করে দেশটাকে আমরা বাঁচাবো। কী করে আমরা বাঁচাবো সেজন্য আমরা চিন্তাভাবনা করে কর্মসূচিও দিতে হবে, এবং চিন্তাভাবনা করে কথাও বলতে হবে।”

Advertisement

সুতরং, ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের কার্য পদ্ধতির সমালোচনা করতে গিয়েই বিএনপি নেত্রী ওই কথা গুলি বলেছিলেন। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট "রিউমার স্ক্যানার" এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।  

ফ্যাক্ট চেক

Facebook user

দাবি

২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার বক্তব্য-এই দেশ দিয়ে আর কি দরকার ? আমরা যতো দিন পারি থাকি, লুটেপুটে খাই দাই আরাম করে থাকি ।

ফলাফল

ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের। এখানে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া, ক্ষমতানশীন শেইখ হাসিনা সরকারের সমালোচনা করছেন।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook user
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদের সংখ্যা 73 7000 7000 উপর পাঠান.
আপনি আমাদের factcheck@intoday.com এ ই-মেইল করুন
Advertisement