ফ্যাক্ট চেক: আমেরিকার গুয়াতেমালার আগ্নেয়গিরির ভিডিওকে হিমাচল প্রদেশের বিরল দৃশ্য বলে প্রচার

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে হিমাচল প্রদেশের কোনও সম্পর্ক নেই। এই ঘটনাটি আমেরিকার গুয়াতেমালা অঞ্চলের একটি আগ্নেয়গিরির উপর বজ্রপাতের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: আমেরিকার গুয়াতেমালার আগ্নেয়গিরির ভিডিওকে হিমাচল প্রদেশের বিরল দৃশ্য বলে প্রচার

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিরল প্রাকৃতিক ঘটনার ভিডিও ছড়িয়ে একে হিমাচল প্রদেশের একটি মন্দিরের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কোনও পাহাড়ের চূড়ায় একাধিকবার বজ্রপাত হচ্ছে। এবং সেই বজ্রপাতের কারণে পাহাড়ের চূড়ায় আগুনও জ্বলছে।

২৫ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত বিজলি মহাদেব মন্দিরে প্রতি 12 বছর অন্তর শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর বজ্রপাত হয়। স্বাভাবিকভাবেই শিবলিঙ্গটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। মন্দিরের পুরোহিতরা ভেঙে যাওয়া শিবলিঙ্গ কে শস্য, ময়দা, জল এবং লবণ ছাড়া মাখন ব্যবহার করে আবার জুড়ে দেন। এই অলৌকিক ঘটনার দর্শন আপনারাও করুন।"

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটির সঙ্গে হিমাচল প্রদেশের কোনও সম্পর্ক নেই। এই ঘটনাটি আমেরিকার গুয়াতেমালা অঞ্চলের একটি আগ্নেয়গিরির উপর বজ্রপাতের দৃশ্য।

সত্য উন্মোচন হলো যেভাবে 

ভাইরাল ভিডিওটি গুগল লেন্সের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও দেখা যায় একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২০২৪ সালের ৮ ডিসেম্বর আপলোড করা হয়েছিল। ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছিল, এটি গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির দৃশ্য। সেখানে আরও লেখা হয়, যে মুহূর্তে এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল তখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছিল এবং তখনই ওই পাহাড়ের চূড়ায় বজ্রপাত হয়।


ঘটনাটি নিয়ে বিশদে সার্চ করা হলে, ফক্স ওয়েদারের ওয়েবসাইটে একটি রিপোর্ট পাওয়া যায়। যেখানে লেখা হয়, এই আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত দেখতে বিপুল সংখ্যক মানুষ নির্দিষ্ট জায়গায় জড়ো হয়েছিলেন। তখনই এই পাহাড়ের চূড়ায় বজ্রপাত হয় এবং সেই বিরল দৃশ্য উক্ত স্থলে উপস্থিত মানুষের ফোনের ক্যামেরায় বন্দি হয়।

আবহাওয়া সংক্রান্ত সংস্থা অ্যাকুওয়েদারের ইউটিউব চ্যানেলেও শর্ট আকারে এই ভিডিও ২০২৪ সালের মে মাসে আপলোড করা হয়েছিল। সেখানেও ভিডিওটি আপলোড করে একে গুয়াতেমালায় অবস্থিত আগ্নেয়গিরির দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়াও সিটিভি নিউজ এবং এবিসি7 শিকাগোর মতো মার্কিন সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করে একে গুয়াতেমালার আগ্নেয়গিরির দৃশ্য বলে উল্লেখ করা হয়। 

Advertisement

অর্থাৎ বোঝাই যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে হিমাচল প্রদেশের কোনও মন্দিরের কোনও ধরনের সম্পর্ক নেই। তবে ভাইরাল পোস্টে যে বিজলি মহাদেব মন্দিরের কথা লেখা হয়েছে, সেই মন্দিরে এই ধরনের প্রাকৃতিক আশ্চর্য দেখা যায়, এমন উল্লেখ একাধিক সংবাদ প্রতিবেদনে পাওয়া গেছে। তবে এমন দৃশ্য দেখা যাওয়ার উল্লেখ কোথাও পাওয়া যায়নি। 

ফলে সব মিলিয়ে বলাই যায় যে একটি অসম্পর্কিত ভিডিও ছড়িয়ে একে হিমাচল প্রদেশের একটি মন্দিরের ঘটনা বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

ফ্যাক্ট চেক

Social Media Users 

দাবি

এই ভিডিওটি হিমাচল প্রদেশের কুল্লু জেলার যেখানে বিজলি মহাদেব মন্দিরে প্রতি 12 বছর অন্তর শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর বজ্রপাত হয়। 

ফলাফল

এমন প্রবাদ কথিত থাকলেও ভাইরাল ভিডিওটি গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির। দৃশ্যটি ২০২৪ সালের মে মাসে ধারণ করা হয়েছিল। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Social Media Users 
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement