
video coverসমাজ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে একজন দর্জিকে জামা কাপড়ের মাপ নেওয়ার সময় মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার করতে দেখা যাচ্ছে।
এই ভিডিওটি ফেসবুকে কিছু ব্যবহারকারী পোস্ট করে মহিলাদের দর্জিদের কাছ থেকে সাবধান থাকতে বলেছেন। কেউ কেউ হিন্দিতে ক্যাপশনে লিখেছেন , " হিন্দু মেয়েরা যেন কোনো মুসলমান দর্জির কাছে না যায় "।
এই ভাইরাল ভিডিওটি দেখে মনে হয় যেন কোনো দোকানের সিসিটিভি ক্যামেরাতে সবার অজান্তে সত্যিকারের এই ঘটনাগুলি রেকর্ড করা হয়েছে।
কিন্তু বাস্তবে কি এই ঘটনা সত্যি ঘটেছে ?

ইন্ডিয়া টুডের অ্যান্টি-ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) অনুসন্ধানে জানতে পেরেছে যে ভাইরাল ভিডিওটি কোনো সত্যিকারের ঘটনার রেকর্ডিং নয়। এটি একটি নাট্য রূপান্তর মাত্র। জনস্বার্থে একটি ইউটিউব চ্যানেল ভিডিওটি তৈরী করেছে।
আমরা রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই ভাইরাল ভিডিওর সত্যতা জানতে পারি।
আমরা এই ভাইরাল ভিডিওটির থার্ড আই নামের একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পাই। এই ইউটিউব ভিডিওটি ভাইরাল ভিডিওর থেকে সামান্য বড়ো।
এই ভিডিওটি ১২ ই মার্চ , ২০২২ সালে আপলোড করা হয়েছে। ইউটিউব-এ স্পষ্ট করে লেখা রয়েছে যে এই ভিডিওটি শুধু জন চেতনা জাগাতে তৈরী করা হয়েছে।
থার্ড আই ইউটিউব চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা সমাজের নানান বিষয়ের ওপর এই ধরণের ভিডিও তৈরী করে থাকে যার মুখ্য উদ্দেশ্য মনোরঞ্জন এবং জন চেতনা বৃদ্ধি।
সুতরাং এর থেকে পরিষ্কার যে একটি পরিকল্পিত ভাবে বানানো ভিডিওকে সত্যি ঘটনা আখ্যা দিয়ে নানান বিভ্রান্তিকর দাবির সঙ্গে ভাইরাল করা হয়েছে সমাজ মাধ্যমে।

মহিলাদের সঙ্গে দর্জির অশালীন ব্যবহারের ভাইরাল ভিডিওটি সত্যিকারের ।
ভাইরাল ভিডিওটি কোনো সত্যিকারের ঘটনার রেকর্ডিং নয়। এটি একটি নাট্য রূপান্তর মাত্র। জনস্বার্থে একটি ইউটিউব চ্যানেল ভিডিওটি তৈরী করেছে।