ফ্যাক্ট চেক: BJP শাসিত রাজ্যে বাঙালি মহিলাকে নির্মমভাবে মারধর? না, ভিডিওটি বাংলাদেশের

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি কোনও বিজেপি শাসিত রাজ্যের তো নয়ই, এমনকি ভারতেরই নয়। বরং এটি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় পারিবারিক বিবাদের জেরে নিজেই নিজের মাথায় আঘাত করে আহত হয়েছিলেন ওই মহিলা।

Advertisement
ফ্যাক্ট চেক: BJP শাসিত রাজ্যে বাঙালি মহিলাকে নির্মমভাবে মারধর? না, ভিডিওটি বাংলাদেশের

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ সেকেন্ডের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে একজন রক্তাক্ত মহিলাকে সকলের কাছে তাকে সাহয্য করার অনুরোধ করতে দেখা যাচ্ছে এবং তার পরেই ভিডিওটি শেষ হয়ে যায়। যদিও তার সঙ্গে ঠিক কী হয়েছে এবং তিনি কী সাহয্য চাইছেন তা ক্লিপটি থেকে স্পষ্ট নয়।

তবে ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, কেবলমাত্র বাঙালি হওয়ার কারণে বিজেপির ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে একজন মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এবার বাঙালি মা বোনেরাও মার খাচ্ছে। জাগো বাঙ্গালী জাগো। এসব করাচ্ছে ডবল ইঞ্জিন বি জে পি সরকার,,,,” (সব বানান অপরিবর্তিত)

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি কোনও বিজেপি শাসিত রাজ্যের তো নয়ই, এমনকি ভারতেরই নয়। বরং এটি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় পারিবারিক বিবাদের জেরে নিজেই নিজের মাথায় আঘাত করে আহত হয়েছিলেন ওই মহিলা।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর  বাংলাদেশের গাজীপুরের বাসিন্দা রাজীব আহমেদ নামক এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তাক্ত ও আঘাতপ্রাপ্ত অবস্থায় এক নারীর সহযোগিতা চেয়ে লাইভ ভিডিও প্রকাশিত হয়। এ ঘটনায় জনমনে উদ্বেগ, বিভ্রান্তি ও নানা গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। আমি ব্যাক্তিগত ভাবে এ বিষয়ে সত্যতা যাচাই করে জানাচ্ছি,  ঘটনার সূত্রপাত পারিবারিক দ্বন্দ্ব থেকে। সম্মানিত শ্রীপুর মডেল থানার ওসি মহোদয় ও এ,এসপি মহোদয় এর সরাসরি হস্তক্ষেপে বিষয়টি পারিবারিকভাবে সুরাহা হয়েছে।”

এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে পরবর্তী অনুসন্ধান চালালে গত ১৭ সেপ্টেম্বর অন্য একটি ফেসবুক প্রোফাইলেও এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টের তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিওর মহিলা বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা ২ নং সি এন্ড বি বাজারের বাসিন্দা ২৭ বছর বয়সী নুসরাত তানজুম। পাশাপাশি পোস্টটিতে ভাইরাল ভিডিওর মহিলার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটিও শেয়ার করা হয়েছে।

Advertisement


এরপর উক্ত পোস্টে প্রদত্ত প্রোফাইলের লিঙ্কটি খুললে আমরা আলি তানজুম সরকার নামক একটি ফেসবুক প্রোফাইল দেখতে পাই। তানজুমের প্রোফাইলটি ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা লক্ষ্য করি সেখানে গত ১৭ সেপ্টেম্বর উপরে উক্ত রাজীব আহমেদের ফেসবুক পোস্টটি শেয়ার করা হয়েছে। পাশাপাশি রাজীব আহমেদের পোস্টটি শেয়ার করে তানজুম লিখেছেন, “ধন্যবাদ OC barik sir, ASP sir, si alomgir sir soho সবাই কে যারা আমাকে সহযোগিতা করেছেন।”

এরপর এ বিষয়ে আরও অনুসন্ধান চালালে ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের সরকারি সংবাদমাধ্যম প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বা পিআইবি-র অফিশিয়াল ফ্যাক্ট চেক হ্যান্ডেল Bangla Fact-এর ফেসবুক পেজে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট-সহ এই সংক্রান্ত বিস্তারিত একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে প্রদত্ত তথ্য থেকে জানা যায়, বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা ২ নং সি এন্ড বি বাজারের বাসিন্দা নুসরাত তানজুম নামক ওই মহিলা শ্বশুর বাড়িতে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের এক পর্যয়ে নিজেই নিজের মাথায় আঘাত করেন। এরপর তিনি নিজের প্রোফাইল থেকে ১৫ সেকেন্ডের জন্য লাইভে আসেন এবং অন্যদের সাহয্য চান। 

Bangla Fact-এর পোস্ট অনুযায়ী, এই ঘটনার পরেরদিন নুসরাত তানজুম নিজের ফেসবুক প্রোফাইল থেকে ফের একবার লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি Bangla Fact-কে শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক জানান, “শশুর বাড়িতে উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে তর্কের এক পর্যায়ে রুমে গিয়ে মেয়েটি নিজেই নিজের মাথায় আঘাত করেন।” তবে আমরা নুসরাত তানজুমের প্রোফাইলটি অনুসন্ধান চালালে লক্ষ্য করি তিনি লাইভ ভিডিও দুটি তার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছেন। তবে অনুসন্ধানে আমরা তার লাইভ দুটির আর্কাইভ ভার্সান খুঁজে পাই। এখানে সাহয্য চাওয়ার লাইভ ভিডিওর অর্কাইভ এবং এখানে পরেরদিন বিষয়টি সম্পর্কে তার তরফে প্রদত্ত তথ্যের অর্কাইভ ভার্সান দেখা যাবে। 

এর থেকে প্রমাণ হয় যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়েছে দাবিতে শেয়ার করা হচ্ছে বাংলাদেশের অসম্পর্কিত ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। 

ফলাফল

ভিডিওটি কোনও বিজেপি শাসিত রাজ্যের তো নয়ই, এমনকি ভারতেরই নয়। বরং এটি বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় পারিবারিক বিবাদের জেরে নিজেই নিজের মাথায় আঘাত করে আহত হয়েছিলেন ওই মহিলা।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement