ফ্যাক্ট চেক: জুতো-বোতল দিয়ে পটনায় অমিত শাহের গাড়িতে হামলা? না, জানুন আসল ঘটনা

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওতে পটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়িতে হামলা চালানোর দাবিটি ভিত্তিহীন। বরং ভিডিও-র প্রথম ক্লিপটি মেদিনীপুরের সিপাই বাজারে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি শমিত মণ্ডলের গাড়িতে দলের বিক্ষুদ্ধ কর্মীদের হামলার দৃশ্য। অন্যদিকে দ্বিতীয় ক্লিপটি পাটনায় অমিত শাহের কনভয়ের সুরক্ষার জন্য প্রশাসনের তরফে ট্রাফিক বন্ধের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: জুতো-বোতল দিয়ে পটনায় অমিত শাহের গাড়িতে হামলা? না, জানুন আসল ঘটনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ক্লিপের সমন্বয়ে তৈরি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে প্রথম ক্লিপটিতে বেশ কয়েকজন ব্যক্তিকে একটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে। অন্যদিকে দ্বিতীয় ক্লিপটিতে কোনও একটি সড়কে ট্রাফিক বন্ধ করে অপেক্ষা করছে বেশ কিছু পুলিশ কর্মী। আর যার জেরে রাস্তার উপরে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। 

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, পটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জুতো ও বোতল দিয়ে হামলা চালিয়েছে বিহারের সাধারণ মানুষ। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “অ*মি-ত শাহের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হলো জুতো-বোতল।” অন্যদিকে ভিডিও-র ফ্রেমের উপরে লেখা হয়েছে, “বিহারঃ পাটনায় বিক্ষোভের মুখে অমিত শাহ। জনসাধারণ তার হরেণ বাজিয়ে দিল।”

ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওতে পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়িতে হামলা চালানোর দাবিটি ভিত্তিহীন। বরং ভিডিও-র প্রথম ক্লিপটি মেদিনীপুরের সিপাই বাজারে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি শমিত মণ্ডলের গাড়িতে দলের বিক্ষুদ্ধ কর্মীদের হামলার দৃশ্য। অন্যদিকে দ্বিতীয় ক্লিপটি পাটনায় অমিত শাহের কনভয়ের সুরক্ষার জন্য প্রশাসনের তরফে ট্রাফিক বন্ধের দৃশ্য।  

সত্য উন্মোচন হলো যেভাবে

প্রথমত, ভাইরাল ভিডিও-র দাবিটি সন্দেহজনক। কারণ সম্প্রতি বিহারের রাজধানী পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়িতে হামলা চালানো হলে সেই সংক্রান্ত খবর অবশ্যই প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশিত হবে। কিন্তু আমাদের অনুসন্ধানে এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি যা থেকে এর সত্যতা প্রমাণ হয়। যা থেকে সন্দেহ তৈরি যে ভাইরাল ভিডিওটির পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে। 

তাই এরপর ভাইরাল দাবির সত্যতা জানতে আমরা গাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর ক্লিপটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে সেগুলি গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। তখন ২০২৫ সালের ২ মে টিভি৯ বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে এই একই ক্লিপ-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ১ মে মেদিনীপুরের সিপাই বাজারে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা দলের পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি শমিত মণ্ডলের গাড়িতে হামলা চালায় দলের বিক্ষুদ্ধ কর্মীরা।

Advertisement


মূলত, দিলীপ ঘোষ দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করার কারণে দলের একাংশের কর্মীরা তাঁর প্রতি বিরাগভাজন হয়। আর সেই ক্ষোভ থেকেই তারা দিলীপ অনুগামী শমিত মণ্ডলের গাড়িতে এই হামলা চালায়। যা থেকে পরিষ্কার হয়ে যায় যে, ভাইরাল ভিডিওতে গাড়িতে ভাঙচুর চালানোর ক্লিপটির সঙ্গে অমিত শাহের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি, মেদিনীপুরের সিপাই বাজারে যে স্থানে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি শমিত মণ্ডলের গাড়িতে হামলা চালানো হয়েছিল সেটি আমরা গুগল ম্যাপেও খুঁজে বার করি। নীচে গুগল ম্যাপে ঘটনাস্থলটি দেখা যাবে।


অন্যদিকে এরপর দ্বিতীয় ক্লিপটি ভালো করে পর্যবেক্ষণের সময় আমরা তাতে ‘Sach Talks’ নামক একটি সংবাদমাধ্যমের লোগো দেখতে পাই। পাশাপাশি, ক্লিপটির ব্যাকগ্রাউন্ড থেকে একজন সাংবাদিককে বলতে শোনা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়ের সুরক্ষার জন্য পটনার আর ব্লকে প্রশাসনের তরফে ট্রাফিক বন্ধে করে দেওয়া হয়। উক্ত তথ্যের উপরে ভিত্তি করে অনুসন্ধান চলালালে ২০২৫ সালের ১৮ অক্টোবর ‘Sach Talks’এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ভাইরাল ক্লিপটির বর্ধিত সংস্করণ-সহ এই সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। 

সেই প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ অক্টোবর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিহারের রাজধানী পটনার আর ব্লকে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের সুরক্ষার জন্য প্রশাসনের তরফে ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়। আর এর জেরে সেখানে উপস্থিত বাইক ও অন্য়ান্য গাড়ির চালকরা উত্তেজিত হয়ে পড়েন এবং একটানা গাড়ির হর্ন বাজাতে থাকেন। এরপর শাহের কনভয় সেখান থেকে চলে গেলে ট্রাফিক খুলে দেওয়া হলে চালকরা নিজেদের গাড়ি নিয়ে স্বাভাবিকভাবেই ঘটনস্থল থেকে চলে যান। তবে এখানে উল্লেখ্যে, অমিত শাহের গাড়িতে হামলা চালানোর কোনও তথ্য সেখানে উল্লেখ করা হয়নি। এমনকি অন্য কোনও সংবাদমাধ্যমেও এই সংক্রান্ত তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি।

এর থেকে প্রমাণ হয় যে, পটনায় অমিত শাহের গাড়িতে হামলা চালানো হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগ ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর ভিডিও।

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, পটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়িতে জুতো ও বোতল দিয়ে হামলা চালিয়েছে বিহারের সাধারণ মানুষ।

ফলাফল

পটনায় অমিত শাহের গাড়িতে হামলার দাবিটি ভিত্তিহীন। বরং ভাইরাল ভিডিও-র গাড়িতে হামলা চালানোর ক্লিপটি মেদিনীপুরের সিপাই বাজারে জেলা বিজেপি সভাপতি শমিত মণ্ডলের গাড়িতে দলের বিক্ষুদ্ধ কর্মীদের হামলা চালানোর দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement