
গত ১৪ অগস্ট ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। আর এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি সাংবাদিক বৈঠকে বেশ কয়েকজন ব্যক্তিকে শিঙা বাজাতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যানারে লেখা রয়েছে ‘লাহোর প্রেস ক্লাব’।
ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, পাকিস্তানের নাগরিকরা শিঙা বাজিয়ে তাদের দেশের স্বাধীনতা দিবস পালন করছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “এইভাবে ভেঁপু বাজিয়ে পাকিস্তানিরা স্বাধীনতা দিবস পালন করলো।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি পাকিস্তানের স্বাধীনতা দিবস পালনের নয়। বরং এটি ২০২০ সালের জুলাই মাসে পাকিস্তানের লাহোর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তরফে শিঙা বাজিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দৃশ্য।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২০ সালের ৯ জুলাই পাকিস্তানি সাংবাদিক শাহবাজ জাহিদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও-সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে তিনি উল্লেখ করেছে, “লাহোরের ব্যবসায়ীরা আজ প্রেস ক্লাবে গিয়েছিলেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে। তারপরই এই ঘটনা ঘটে।”
Traders from Lahore went to Press Club today to address the media. Then this happened. pic.twitter.com/0Bz8pmKjSz
— Shahbaz Zahid (@shahbazzahid) July 9, 2020
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে উর্দুতে এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করলে ২০২০ সালের ১৪ জুলাই এই সাংবাদিক বৈঠকের অন্য অ্যাঙ্গেলের একটি ছবি-সহ পাকিস্তানি সংবাদমাধ্যম CITY-42’তে এই সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের লাহোর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে লাহোর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ‘শিঙা বাজাও, শাসকদের জাগাও’ স্লোগান দিয়ে দেশটির সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানায়। মূলত তাদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবিতে এই প্রতিবাদ জানানো হয়।
পরবর্তী অনুসন্ধান চালালে ২০২০ সালের ১৮ জুলাই অপর এক পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিতে এই সংক্রান্ত বিস্তারিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, করোনা মহামারীর কারণে গোটা পাকিস্তানে লকডাউন ছিল। আর এই কারণে ব্যবসায়ীদের ব্যবসায় ব্যপক ক্ষতি হচ্ছিল। এর ফলে তারা নিয়মে ছাড় দিয়ে তাদের দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। কিন্তু সরকারের তরফে কোনও উত্তর না পাওয়া পাকিস্তানের একাধিক স্থানে ব্যবসায়ীরা ‘শিঙা’ বাজিয়ে প্রতিবাদ জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তবে এখানে উল্লেখ্য, আমরা আমাদের অনুসন্ধানের সময় একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমে কিছু প্রতিবেদন পেয়েছি যেখানে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের জনগণ শিঙা বাজিয়ে দেশটির স্বাধীনতা দিবস পালন করেন। তবে এর ফলে সৃষ্ট শব্দ দূষণের কারণে, সেখানকার একটি আদালত এটি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল।
এর থেকে প্রমাণ হয় যে, পাকিস্তানের নাগরিকরা শিঙা বাজিয়ে তাদের দেশের স্বাধীনতা দিবস পালন করছে দাবি করে শেয়ার করা হচ্ছে অসম্পর্কিত ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের নাগরিকরা শিঙা বাজিয়ে তাদের দেশের স্বাধীনতা দিবস পালন করছে।
ভাইরাল ভিডিওটি পাকিস্তানের স্বাধীনতা দিবস পালনের নয়। বরং এটি ২০২০ সালের জুলাই মাসে পাকিস্তানের লাহোর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের তরফে শিঙা বাজিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দৃশ্য।