
সাম্প্রতি টানা বৃষ্টির জেরে বৃদ্ধি পেয়েছে বিহারে একাধিক নদীর জলস্তর। আর এর জেরে পাটনা-সহ একাধিক জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক ব্যক্তিকে বুক সমান জলের উপরে দাঁড়িয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে দেখা যাচ্ছে।
ভিডিওতে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “জনগণ আমাকে ভোট দিয়েছে তাই এই বন্যার জলে যদি আমার মৃত্যুও হয় তারপরেও আমি তাদের সাহয্য করা থেকে পিছপা হবো না।” কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ওই ব্যক্তি বন্যার জলের উপরে নয় বরং একটি জলের চেম্বারের ভিতরে বসে গোটা ভিডিওটি বানিয়েছেন। অন্যদিকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বন্যা কবলিত বিহারের সাধারণ মানুষের পাশে থাকার মিথ্যে নাটক করতে গিয়ে ধরা পড়েছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি-র এক বিধায়ক।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরল ভিডিওটি শেয়ার করে লিখেছেন,“লালুর দল আর জে ডির বিধায়ক। বন্যায় জনগণের সেবায় পরিপূর্ণভাবে নিয়োজিত। ভিডিওটির শেষ মিস করবেন না।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড এবং এতে যে দুই ব্যক্তিকে নেতা ও সাংবাদিকের চরিত্রে দেখা যাচ্ছে তাদের কেউই আরজেডি বিধায়ক নন। বরং তারা 'দালাল কমেডিয়ানস' নামক একটি ইউটিউব চ্যানেলের কমেডি কনটেন্ট ক্রিয়েটর।
সত্য উন্মোচন হলো যেভাবে
ভাইরাল দাবি ও ভিডিওটির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ২৯ জুলাই 'দালাল কমেডিয়ানস' নামক একটি ইউটিউব চ্যানেলে এই একই ভিডিওর সব থেকে পুরনো সংস্করণটি খুঁজে পাই। 'দালাল কমেডিয়ানস'এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও এই একই ভিডিও পাওয়া যায়। এরপর উভয় ভিডিওর কমেন্ট সেকশন ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা লক্ষ্য সেখানে একাধিক ব্যবহারকারী এটিকে স্ক্রিপ্টেড ভিডিও বা কমেডি ভিডিও হিসাবে উল্লেখ করেছেন।
এরপর উক্ত তথ্যের উপরে ভিত্তি করে 'দালাল কমেডিয়ানস'এর ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল ও ফেসবুক পেজটি ভালো করে খতিয়ে দেখা হয়। তখন আমরা জানতে পারি সেটি, বিহারের বক্সার জেলা ভিত্তিক একটি বিনোদনমূলক চ্যানেল। যার বিনোদনমূলক কনটেন্টের অন্যতম প্রধান বিষয়বস্তু হল, রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের নিয়ে তৈরি ভিডিও। চ্যানেলটি পর্যবেক্ষণের সময় আমরা সেখানে এই সংক্রান্ত আরও একাধিক ভিডিও খুঁজে পাই। সেইসব ভিডিওতেও ভাইরাল ভিডিওর তথাকথিত নেতা ও সাংবাদিককে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যেমন, গত ৯ জুলাইয়ের একটি ভিডিওতে ভাইরাল ভিডিওর নেতার চরিত্রে অভিনয় করা ব্যক্তিকে উকিলের চরিত্রে এবং সাংবাদিকের চরিত্রে অভিনয় করা ব্যক্তিকে একজন অপরাধীর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
তবে এরপর বিষয়টি ১০০ শতাংশ নিশ্চিত হতে অর্থাৎ ভাইরাল ভিডিওর ওই দুই ব্যক্তির সঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের দল আরজেডি-র কোন সম্পর্ক রয়েছে কিনা তা জানতে আমরা আজ তকের বক্সার জেলা সাংবাদিক পুষ্পেন্দ্র পান্ডের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের বিষয়টি নিশ্চিত করে জানান, “ভাইরল ভিডিওর উভয় ব্যক্তি মিলিতভাবে 'দালাল কমেডিয়ানস' নামক একটি বিনোদনমূলক চ্যানেল চালান। তারা কেউই আরজেডি বিধায়ক নয়। এমনকি তাদের সঙ্গে আরজেডি বা অন্য কোনও রাজনৈতিক দলের কোনও সম্পর্ক নেই।” পাশাপাশি, ভিডিওটি সম্পর্কে জানতে আজ তকের 'দালাল কমেডিয়ানস'এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু প্রতিবেদনটি লেখা পর্যন্ত তাদের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের তরফে উত্তর দেওয়া হলে প্রতিবেদনটি আপডেট করে দেওয়া হবে।
এর থেকে প্রমাণ হয় যে, বিহারে বন্যা নিয়ে আরজেডি বিধায়কের নাটক দাবিতে ছড়াল কমেডি ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যা কবলিত বিহারের সাধারণ মানুষের পাশে থাকার মিথ্যে নাটক করতে গিয়ে ধরা পড়েছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি-র এক বিধায়ক।
ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড এবং এতে যে দুই ব্যক্তিকে নেতা ও সাংবাদিকের চরিত্রে দেখা যাচ্ছে তাদের কেউই আরজেডি বিধায়ক নন। বরং তারা একটি ইউটিউব চ্যানেলের কমেডি কনটেন্ট ক্রিয়েটর।