দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙায়। এতে আহত হয়েছেন উভয় পক্ষের একাধিক মানুষ। আর এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদ জেলা জুড়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেলডাঙার হিংসার অংশ দবি করা গুলির লড়াইয়ের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর কিছু সদস্যদের লক্ষ্য করে কেউ বা কারা গুলি ছুড়ছে। পাল্টা নিজেদের রক্ষার্থে সেনা সদস্যরা গুলি চালাচ্ছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেটি সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় সেনাবাহিনী বা পুলিশের উপরে হামলার দৃশ্য।
উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “বেলডাঙ্গা দেবকুন্ডো রেলগেট এর উপরে ভিডিও।” (সব বানান অপরিবর্তিত।)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওতে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মণিপুরের কাংপোকপি এলাকায় কুকি জঙ্গিদের দ্বারা একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। এর সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনার কোনও সম্পর্ক নেই।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল ভিডিও ও দাবির সত্যতা জানতে সেটির কি-ফ্রেম নিয়ে গুগুলে রিভার্স ইমেজ সার্চ করলে চলতি বছরের ৯ সেপ্টেম্বর Asianet Newsable-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটি শেয়ার করে সেখানে উল্লেখ করা হয়েছে, ৮ সেপ্টেম্বর, রবিবার মণিপুরের লাইমাটন থাংবুহ গ্রামের একটি সিআরপিএফ ক্যাম্পে কুকি জঙ্গিরা হামলা চালায়। সিআরপিএফ জওয়ানরা যখন ওই গ্রামে তাদের ক্যাম্পটি তৈরি করছিলেন সেই সময়ই হামলাটি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
এরপর উক্ত সূত্র ধরে পরবর্তী সার্চ করলে চলতি বছরের ৯ সেপ্টেম্বর Republic World-এর অফিশিয়াল ওয়েবসাইটে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট-সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানেও একই তথ্য উল্লেখ করে লেখা হয়েছে, কুকি জঙ্গিরা রবিবার মণিপুরের কাংপোকপির পাহাড়ি এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি ক্যাম্পে হামলা চালায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন তাদের ক্যাম্প স্থাপন করছিল তখনই এই হামলার ঘটনা ঘটে।
এরপর পরবর্তী সার্চে সংবাদ সংস্থা ANI-এর অফিশিয়ালে ওয়েবসাইটে এই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায়। যেখানে সিআরপিএফ-এর ডিআইজি মনীশ কুমার সাচার জানিয়েছেন, “জওয়ানরা কিছু বোঝার আগেই হঠাৎই ক্যাম্প লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে জওয়ানদের তরফে আততায়ীদের উপযুক্ত জবাব দেওয়া হয় এবং তাদের ওই এলাকা থেকে পালাতে বাধ্য করা হয়। অবশ্য পালানোর সময় দুটো গাড়ি পুড়িয়ে দিয়েছে।”
এর থেকে প্রমাণ হয় যে মুর্শিদাবাদের বেলডাঙার সাম্প্রতিক হিংসার দৃশ্য দাবি করে ভাইরাল করা হচ্ছে চলতি বছরের ৮ সেপ্টেম্বর মণিপুরের কাংপোকপি এলাকায় কুকি জঙ্গিদের দ্বারা একটি সিআরপিএফ ক্যাম্পে হামলার ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙা হিংসার সময় সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলার দৃশ্য।
ভাইরাল ভিডিওতে চলতি বছরের ৮ সেপ্টেম্বর মণিপুরের কাংপোকপি এলাকায় কুকি জঙ্গিদের দ্বারা একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা চালানোর দৃশ্য দেখা যাচ্ছে। এর সঙ্গে বেলডাঙার ঘটনার কোনও সম্পর্ক নেই।