
রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছিল দেশটির গোয়েন্দা শাখা। ইতিমধ্যে একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ করেছে নিম্ন আদালত। আগামী ২৩ এপ্রিল এই মামলার পুনরায় শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিন্ময় কৃষ্ণকে জড়িয়ে একটি ভিডিও।
যেখানে বহু সংখ্যক মানুষকে হাতে পতাকা জাতীয় কিছু নিয়ে প্রকাশ্য রাস্তার উপরে মিছিল করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের জেল থেকে চিন্ময় কৃষ্ণর নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতার রাজপথে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। উদাহরণস্বরূপ, এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “কোলকাতা সহরে চিনময় কৃষ্ণ প্রভুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে মহাসমাবেশ।” (সব বানান অপরিবর্তিত)
ইন্ডিয়া টুডে ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে কলকাতায় অনুষ্ঠিত কোনও সমাবেশের নয়। বরং সেটি গত ৫ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির তরফে আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্য।
কীভাবে জানা গেল সত্য?
ভাইরাল দাবি ও ভিডিও-র সত্যতা জানতে সেটির কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ৬ মার্চ একটি ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। নেপালি ভাষায় লেখা শিরোনাম অনুযায়ী, ভিডিওটিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আরপিপি-র তরফে আয়োজিত বাইক মিছিলের দৃশ্য তুলে ধরা হয়েছে।
অন্যদিকে ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করার সময়ও আমরা সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের পোশাকে ‘নেপাল পুলিশ’ লেখা দেখতে পাই। যা থেকে এক হিসাবে স্পষ্ট হয়ে যায় যে, ভিডিওটি কলকাতা কিংবা ভারতের নয় বরং নেপালে তোলা হয়েছিল।
এরপর ভিডিওটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এই সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করলে একাধিক নেপালি সংবাদমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। এইসব প্রতিবেদন অনুযায়ী, গত ৫ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা আরপিপি দলের তরফে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের মূল দাবি ছিল, নেপালে ‘রাজতন্ত্র’ পুনরুদ্ধার ও দেশটিকে হিন্দু রাষ্ট্রের মর্যাদা ফিরিয়ে দেওয়া। এমনই একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবিতে থাকা বিল্ডিংয়ের সঙ্গে আমরা ভাইরাল ভিডিও-র বিল্ডিংয়ের হুবহু মিল খুঁজে পাই।
এর থেকে প্রমাণ হয় যে, নেপালের রাজধানী কাঠমান্ডুর ভিডিও বিভ্রান্তিকর দাবি-সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।
ভিডিওতে বাংলাদেশের জেল থেকে চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতার রাজপথে আয়োজিত বিক্ষোভ মিছিলের দৃশ্য দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওটি ‘রাজতন্ত্র’ পুনরুদ্ধারের দাবিতে গত ৫ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির তরফে আয়োজিত বাইক মিছিলের সময় তোলা হয়েছিল।