ফ্যাক্ট চেক: রাজ্য বাজেটে উচ্চশিক্ষার তুলনায় সংখ্যালঘু ও মাদ্রাসার জন্য বেশি বরাদ্দ করা হয়নি

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই তালিকার তথ্যে গড়মিল রয়েছে। ২০২৫ বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসার বরাদ্দের তুলনায় উচ্চশিক্ষার জন্য বেশি বরাদ্দ করা হয়েছে।

Advertisement
ফ্যাক্ট চেক: রাজ্য বাজেটে উচ্চশিক্ষার তুলনায় সংখ্যালঘু ও মাদ্রাসার জন্য বেশি বরাদ্দ করা হয়নি

গত ১২ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বাজেট পেশ হওয়ার পর দু'দিন কেটে গেলেও সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক দফতরে বিপুল বরাদ্দ নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একপ্রকার পোস্ট ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দাবি, এ বারের বাজেটে নাকি উচ্চশিক্ষা খাতের থেকেও কয়েকগুণ বেশি বরাদ্দ করা হয়েছে মাদ্রাসা শিক্ষার জন্য। 

ফেসবুক ব্যবহারকারীদের একাংশ প্রমাণ হিসেবে সংবাদ প্রতিদিনের একটি গ্রাফিক কার্ড শেয়ার করেছেন। যেখানে রাজ্য বাজেটে বরাদ্দের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার খাতে ১৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই তালিকায় আবার সংখ্যালঘু ও মাদ্রাসা খাতের বরাদ্দ ৫৬০২.২৯ কোটি লেখা আছে। 

তালিকাটি শেয়ার করে ক্যাপশনে কেউ-কেউ লিখেছেন, "বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাদেশ বানিয়ে দিলাম। পশ্চিমবঙ্গে উচ্চ শিক্ষায় বরাদ্দ ১৫৯৩ কোটি টাকা আর মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৫৬০২ কোটি টাকা। হায় বাংলা...।"

সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে এই তালিকাটি গত ১২ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল। এই পোস্টের আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে। 

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে এই তালিকার তথ্যে গড়মিল রয়েছে। ২০২৫ বাজেটে সংখ্যালঘু ও মাদ্রাসার বরাদ্দের তুলনায় উচ্চশিক্ষার জন্য বেশি বরাদ্দ করা হয়েছে। তবে সংখ্যালঘু ও মাদ্রাসার বরাদ্দের অঙ্কটি সঠিক। 

কীভাবে জানা গেল সত্যি

এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করে আমরা সবার প্রথম ডয়েচে ভেলের একটি বাংলা প্রতিবেদন দেখতে পাই যা গত ১৩ জানুয়ারি প্রকাশ করা হয়েছিল। "পশ্চিমবঙ্গের বাজেটে মাদ্রাসা শিক্ষার জন্য বিপুল বরাদ্দ" শীর্ষক এই খবরে উল্লেখ করা হয় যে উচ্চশিক্ষা খাতে ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ ৬ হাজার ৫৯৩ কোটি ৫৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 

Advertisement

পাশাপাশি টিভি৯ বাংলার একটি ভিডিও প্রতিবেদনেও উল্লেখ করা হয় যে উচ্চশিক্ষায় বরাদ্দ সামান্য বাড়িয়ে ৬,৫৯৩.৫৮ কোটি টাকা করা হয়েছে। 

বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পশ্চিমবঙ্গের অর্থ দফতরের ওয়েবসাইটে থাকা ২০২৫-২৬ সালের বাজেটের প্রতিলিপি খতিয়ে দেখা হয়। সেখানে দেখা যায়, বাজেটের প্রতিলিপির ১৫ নম্বর পাতায় উচ্চশিক্ষা, এবং ১৬ নম্বর পাতায় সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক বরাদ্দের তথ্য লেখা আছে। 

বাজেটের প্রতিলিপি অনুযায়ী, হাইহার এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষায় ৬ হাজার ৫৯৩ কোটি ৫৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসার জন্য ৫ হাজার ৬০২ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, সংবাদ প্রতিদিনের এই গ্রাফিক কার্ডে ৬,৫৯৩.৫৮ কোটির বদলে ১,৫৯৩.৫৮ কোটি লেখা হয়েছিল, যা থেকে বিতর্কের সূত্রপাত হয়। 

এরপর অবশ্য ওই বিভ্রান্তিকর পরিসংখ্যান পরিবর্তন করা হয়। সঠিক পরিসংখ্যান সহ তথ্য এই লিঙ্কে দেখা যাবে। 

মাদ্রাসা বরাদ্দে বিতর্ক

অন্যদিকে, শিল্প বা উত্তরবঙ্গ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের তুলনায় সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা বিষয়ক বরাদ্দের পরিমাণ অনেকটাই বেশি হওয়ায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। ১৩ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে কটাক্ষের সুরে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর বাজেট।" এই বাজেটকে "মৌলবাদীদের হাত শক্ত" করার বাজেট বলে তিনি মন্তব্য করেন। 

উল্লেখ্য, এই বছরের ন্যায় গত বছরও বাজেটে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা খাতে রাজ্যের বরাদ্দ নিয়ে বিতর্ক হয়েছিল। সে বছর এই খাতে রাজ্যের বরাদ্দ ছিল ৫ হাজার ৫৩০ কোটি ৬৫ লক্ষ টাকা। সেই তুলনায় শিল্প এবং উত্তরবঙ্গ উন্নয়নের খাতে বরাদ্দের পরিমাণ ছিল অনেকটাই কম।

 

ফ্যাক্ট চেক

Facebook users

দাবি

২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বাজেটে উচ্চশিক্ষার খাতে বরাদ্দ করা হয়েছে ১৫৯৩.৫৮ কোটি টাকা কিন্তু সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা খাত বাবদ বরাদ্দ হয়েছে ৫৬০২.২৯ কোটি টাকা। 

ফলাফল

২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ বাজেটে উচ্চশিক্ষার খাতে ৬৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১৫৯৩.৫৮ কোটি টাকা নয়। 

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement