
ম্যাচ জিতে আনন্দে মেতে উঠেছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররাটি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল জিম্বাবোয়ে টিম। মাত্র এক রানে মহম্মদ রিজওয়ানদের পরাস্ত করে আনন্দে মেতে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো অনেকেই দেখেছেন।
That winning feeling 🙌#PAKvZIM | #T20WorldCup pic.twitter.com/7lxwYaHWpA
— Zimbabwe Cricket (@ZimCricketv) October 27, 2022
এরই মধ্যে নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছে যে, পাকিস্তানকে পরাজিত করার পর নাকি, জয় শ্রীরাম গানে মেতে উঠেছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন অনেকেই। যেখানে দেখা যাচ্ছে উল্লাশে মেতে উঠেছেন জিম্বাবোয়ে ক্রিকেটাররা এবং পিছনে জয় শ্রীরাম গানে চলছে। ভিডিয়োটি শেয়ার করে অনেকে লিখেছেন, "এই অপেক্ষায় ছিলাম.... জয় শ্রী রাম"।

কিন্তু ইন্ডিয়া টুডে অ্যান্টি ফেক নিউজ ওয়ার রুম (আফয়া) তদন্ত করে দেখেছে যে, দাবিটি ভুল। পাকিস্তানকে পরাজিত করে জয় শ্রীরাম গানে নাচেননি জিম্বাবোয়ের ক্রিকেটাররা।
আফয়া অনুসন্ধান
তদন্তের শুরুতেই আমরা কিওয়ার্ড সার্চের সাহায্য নিই। তাতে জিম্বাবোয়ে ক্রিকেট টিমের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন মিনিটের একটি ভিডিয়ো দেখতে পাওয়া যায়। ওই ভিডিয়োর সঙ্গে ভাইরাল ভিডিয়োটির হুবহু মিল রয়েছে। অফিসিয়াল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে ম্যাচ জয়ের পর, নিজেদের গলায় গান গাইছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা। সেই গানের তালেই নাচছেনও তাঁরা।
দেখা যায় একই ভিডিয়ো টুইটারেও শেয়ার করেছে জিম্বাবোয়ে দল।
Celebrating yet another terrific performance! 🇿🇼#PAKvZIM | #T20WorldCup pic.twitter.com/0UUZTQ49eB
— Zimbabwe Cricket (@ZimCricketv) October 27, 2022
অর্থাৎ এর থেকেই প্রামাণিত যে, পাকিস্তানকে পরাজিত করে জয় শ্রীরাম গানের তালে নাচেননি জিম্বাবোয়ের ক্রিকেটাররা। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি এডিট করা এবং দাবিটিও ভুল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তানকে পরাজিত করে 'জয় শ্রীরাম' গানে মেতে উঠেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা।
পাকিস্তানকে পরাজিত করে জয় শ্রীরাম গানের তালে নাচেননি জিম্বাবোয়ের ক্রিকেটাররা। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি এডিট করা এবং দাবিটিও ভুল।