

সম্প্রতি বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আচমকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়া নিয়ে নতুন করে দুই দেশের সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-কে একহাত নিয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী।
এই পোস্টের দাবি অনুযায়ী, বিসিসিআই-এর সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ এবং ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন মিঠুন। ফটোকার্ডে মিঠুন ও মোস্তাফিজুরের ছবি দিয়ে বিজেপি নেতাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “মোস্তাফিজুর রহমানকে বিসিসিআই রাজনৈতিক ও ধর্মীয় ই'স্যু দেখিয়ে যে প্রক্রিয়ায় আইপিএল থেকে বাদ দিয়েছে তা সত্যিই দুঃখজনক এবং ভারতের জন্য ল'জ্জাজনক। মোস্তাফিজুর রহমানের মতো বোলার আইপিএল খেলা মানে ভারতের গর্বের বিষয়। মোস্তাফিজের মতো বোলার শত বছরে একবার আসে ক্রিকেটে।- মিঠুন চক্রবর্তী।”

এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ভার*তের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী মনে করেন মোস্তাফিজুর রহমানের মতো বোলার আইপিএল খেলা মানে ভার*তের জন্য গর্বের বিষয়।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে মিঠুন চক্রবর্তীর এই ইস্যুতে কোনও মন্তব্যের প্রমাণ নেই। একটি মনগড়া উক্তি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো হচ্ছে।
সত্য উদঘাটন
বর্তমানে মিঠুন চক্রবর্তী কেবল অভিনেতা হিসেবে নয়, বরং বেশিরভাগ সময় রাজনৈতিক নেতা হিসেবেই খবরে থাকেন। তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতা। ফলে তিনি এই ধরনের কোনও মন্তব্য করলে সেই বিষয়ে সংবাদ মাধ্যমে নানা খবর প্রকাশ পাবে, এমনটা স্বাভাবিক। কিন্তু এই সংক্রান্ত কোনও খবর কোনও বিশ্বস্ত সংবাদ মাধ্যমেই পাওয়া যায়নি।
মিঠুন বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশ নিয়ে সম্প্রতি কোনও মন্তব্য করেছেন কিনা, এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে TV9 বাংলা, বাংলা হান্টের মতো নানা সংবাদ মাধ্যমে একাধিক ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলিতে দেখা যায়, সম্প্রতি বিজেপির একাধিক জনসভা থেকে মিঠুন বলেছেন যে, যতক্ষণ তাঁর শরীরে একবিন্দু রক্ত আছে ভারতকে কেউ বাংলাদেশ বানাতে পারবে না।
৭ জানুয়ারি এশিয়ানেট বাংলার একটি খবর থেকে জানা যায় যে, মিঠুন সেই জনসভা থেকে বাংলাদেশি মুসলিমদের আক্রমণ করেন। পাশাপাশি তিনি বলেন যে, “বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়।”
ভাইরাল উক্তির সত্যতা জানতে মিঠুনের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করেন যে মিঠুন চক্রবর্তী এই ধরনের কোনও মন্তব্য করেননি।
ফলে সবমিলিয়ে পরিষ্কার হয়ে যায় যে একটি মনগড়া ও আজগুবি উক্তিতে মিঠুন চক্রবর্তীর বক্তব্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা অসত্য ও ভিত্তিহীন।

বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন যে মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘দুঃখজনক’ এবং ‘লজ্জাজনক।’
মিঠুন এই ধরনের কোনও মন্তব্য করেননি। উক্তিটি মনগড়া।