

ভারতের জাতীয় গান ‘বন্দেমাতরম’-এর সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে সংসদে এই নিয়ে দীর্ঘ বিতর্ক চলে। বিতর্ক সভায় অংশ নেন শাসক-বিরোধী উভয় পক্ষ। এই আবহে সোশ্যাল মিডিয়ায় আম আদমি পার্টির (আপ) রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের ভাষণের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
এই ভিডিওতে আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে বন্দেমাতরম বিতর্ক নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। বক্তব্যের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যাচ্ছে নানা ধরনের হতাশাজনক অভিব্যক্তি প্রকাশ করতে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে, সঞ্জয় সিংয়ের ভাষণের বক্তব্য শুনে মোদী-শাহের চেহারায় হতাশা প্রকাশ পাচ্ছিল।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “BJP/RSS মোদী শাহ সবার ঢোল ফাটিয়ে দিয়েছে - আজ সংসদে বন্দেমাতরম এর ১৫০ বছর পূর্তির ভাষনে সাংসদ সঞ্জয় সিং - একদম ফাটাফাটি 👌মোদী শাহ্ র মুখটা দেখুন - দেখে মনে হচ্ছে প্যান্টু তে ** করে দেবেন। একদম মুখোশ খুলে দিয়েছেন।”
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সম্পাদিত। আসল ভিডিওতে সঞ্জয় সিংয়ের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেউই রাজ্যসভায় উপস্থিত ছিলেন না।
সত্য উন্মোচন
সংশ্লিষ্ট বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে সংসদ টিভির ইউটিউব চ্যানেলে আপ সাংসদ সঞ্জয় সিংয়ের বক্তব্যের ভিডিওটি পাওয়া যায়। শীতকালীন অধিবেশন চলাকালীন ৯ ডিসেম্বর ভিডিওটি আপলোড করা হয়েছিল। ভিডিওতে থাকা টাইমস্ট্যাম্প অনুযায়ী, আপ সাংসদ সঞ্জয় সিং ৩টে ৪৪ নাগাদ নিজের বক্তব্য শুরু করেছিলেন।
কিন্তু এই ২২ মিনিটের ভিডিওতে একবারও রাজ্যসভা কক্ষে প্রধানমন্ত্রী মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে দেখতে পাওয়া যায়নি। তবে এই বক্তব্যের সময় বিজেপির রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা উপস্থিত ছিলেন। সঞ্জয় সিংয়ের বক্তব্যের মাঝে, ভিডিওটির সাড়ে পাঁচ মিনিটের মাথায় জেপি নাড্ডা কিছু বক্তব্য রাখেন। এরপর সঞ্জয় সিং আবার বলতে শুরু করেন।
দীর্ঘ ২২ মিনিটের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হলেও একবারও কোনও অংশে মোদী বা শাহকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
নরেন্দ্র মোদী বন্দেমাতরম বিতর্কে রাজ্যসভায় কোনও বক্তব্য পেশ করেছেন কিনা এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে এমন কোনও প্রতিবেদন বা ভিডিও পাওয়া যায়নি, যা থেকে প্রমাণ হয় যে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রধানমন্ত্রী বন্দেমাতরম বিতর্কে রাজ্যসভায় কোনও বক্তব্য রেখেছেন। তবে প্রধানমন্ত্রী লোকসভায় এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৯ ডিসেম্বর এই বিষয়ে রাজ্যসভায় বক্তব্য় রাখেন। তিনি দুপুর ১টা ৫ নাগাদ বক্তব্য শুরু করেন এবং দুপুর ১টা ৪৭ পর্যন্ত তাঁর বক্তব্য় চলে। সঞ্জয় সিংয়ের বক্তব্য একই দিনে ৩টে ৪৪ নাগাদ শুরু হয়। তখন অমিত শাহ রাজ্যসভায় উপস্থিত ছিলেন না।
ফলে সবমিলিয়ে বুঝতে বাকি থাকে না যে বন্দেমাতরম বিতর্কে সঞ্জয় সিংয়ের বক্তব্যের সময় মোদী-শাহের উপস্থিতিতে দাবি ভিডিওটি সম্পাদিত।

ভিডিওতে দেখা যাচ্ছে রাজ্যসভায় বন্দেমাতরম নিয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদী ও অমিত শাহ কী ধরনের অভিব্যক্তি প্রকাশ করছেন।
৯ ডিসেম্বর সঞ্জ সিং রাজ্যসভায় বক্তব্য রাখার সময় সেখানে নরেন্দ্র মোদী বা অমিত শাহ উপস্থিত ছিলেন না। ভিডিওটি সম্পাদিত।