

বাংলাদেশে দীপু দাস নামে পোশাক কর্মীর মর্মান্তিক হত্যার ঘটনার রেশ এসে পড়েছে পশ্চিমবঙ্গ-সহ গোটা ভারতে। আর এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ার একাংশে দাবি তোলা হচ্ছে, আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের বাদ দিতে হবে। নিলামে একাধিক ক্রিকেটার নাম লেখালেও একমাত্র মুস্তাফিজুর রহমানকেই ৯.২ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ফলে বলা বাহুল্য, নিশানায় রয়েছে এই বাংলাদেশি বোলারের নাম।
এই আবহে সুশান্ত পাল নামের এক ফেসবুক পেজ থেকে দুটি ফটোকার্ড শেয়ার করা হয়েছে। সেই ফটোকার্ডে ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তাঁরা নাকি বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়াই আইপিএল আয়োজন করার ইচ্ছে ব্যক্ত করেছেন।
উদাহরণস্বরূপ, একটি পোস্টে রোহিত শর্মাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "সমস্ত ভারতীয় যা চাই আমার মন ও সেটাই চাই আমিও একজন ভারতীয় একসময় বাংলাদেশকে অনেক ভালোবাসতাম এখন তারা দিনের পর দিন যে ভাবে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলছে তাদের IPL খেলিয়ে এতো টাকা দেবো কেন আগে যা হয়েছে হয়েছে এখন নেওয়া বন্ধ হোক।" (সব বানান অপরিবর্তিত)

আরেকটি পোস্টে বিরাট কোহলিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, "আমি IPL দলগুলোকে বলবো বাংলাদেশের প্লেয়ার না কিনে আমাদের ভারতের অনেক প্রতিভা আছে তাদের সুযোগ দাও তাতে ভারতীয় ক্রিকেট আরো এগিয়ে যাবে।" (সব বানান অপরিবর্তিত)

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে উভয় মন্তব্যই মনগড়া এবং ভিত্তিহীন। বিরাট বা রোহিত কেউই বাংলাদেশি ক্রিকেটারদের না খেলানো নিয়ে সাম্প্রতিক প্রেক্ষাপটে কোনও মন্তব্য করেননি।
সত্য উদঘাটন
বিরাট কোহলি এবং রোহিত শর্মা বর্তমানে ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় দুই নক্ষত্র। তাঁদের ছোট থেকে বড়, সব ধরনের গতিবিধি নিয়েই খবর হয়। ফলে তাঁরা কোনও এই ধরনের মন্তব্য করলে তা নিয়ে যে সাড়া পড়ে যাবে, এবং সব ধরনের সংবাদ মাধ্যমে খবর হবে, তা অবশ্যম্ভাবী। কিন্তু কিওয়ার্ড সার্চের মাধ্যমে এমন কোনও খবর পাওয়া যায়নি যেখানে রোহিত বা কোহলি, কাউকে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়।
এরপর রোহিত শর্মার ইনস্টগ্রাম, এক্স, এবং ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হলে সেখানেও এই সংক্রান্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
একই ভাবে বিরাট কোহলির ইনস্টগ্রাম, এক্স, এবং ফেসবুক অ্যাকাউন্টেও বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলা সংক্রান্ত কোনও মন্তব্য মেলেনি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রিকেটার, বা মুস্তাফিজুর রহমানকে নিয়ে রোহিত বা কোহলি কোনও মন্তব্য করেছেন কিনা, এই নিয়ে সার্চ করলেও কোনও এমন রিপোর্ট পাওয়া যায়নি যেখানে দেখা যায় যে তাঁরা মুস্তাফিজুরকে নিয়েও ইদানীং কোনও মন্তব্য করেছেন।
ফলে সব মিলিয়ে বুঝতে বাকি থাকে না যে সোশ্যাল মিডিয়ায় রোহিত ও কোহলিকে উদ্ধৃত করে যে পোস্ট ছড়ানো হচ্ছে তা আদতে ভিত্তিহীন।

রোহিত শর্মা ও বিরাট কোহলি বলেছেন যে আইপিএল-এ বাংলাদেশি ক্রিকেটার না খেলিয়ে যেন ভারতীয় ক্রিকেটার খেলানো হয়।
রোহিত বা বিরাট, কেউই এই ধরনের কোনও মন্তব্য জনসমক্ষে করেননি। মন্তব্যগুলি ভুয়ো এবং মনগড়া।