ফ্যাক্ট চেক: উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যে জনগণের আক্রোশের মুখে শুভেন্দু? ভিডিওটি গত অগস্ট মাসের

আজ তক ফ্য়াক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এখনকার নয়, বরং দু’মাস আগের এবং উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

Advertisement
ফ্যাক্ট চেক: উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যে জনগণের আক্রোশের মুখে শুভেন্দু? ভিডিওটি গত অগস্ট মাসের

উত্তরবঙ্গে বন্যার জেরে কঠিন পরিস্থিতির মধ্যে আক্রমণের শিকার হতে হয়েছিল বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। এই অবস্থায় একটি কনভয় ঘিরে তুলকালামের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে বেশ কিছু মানুষকে তৃণমূল, বিজেপি-সহ কালো পতাকা হাতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের কঠিন পরিস্থিতির মাঝে সেখানে হাজির হয়েছিলেন। কিন্তু সেখানে মানুষের আক্রোশের সামনে তাঁকে পড়তে হয়।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “উত্তরবঙ্গে এই কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী নায়ক হতে চেয়ে ছিল, কিন্তু পাবলিক ভিলেন বানিয়ে দিল।”

আজ তক ফ্য়াক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এখনকার নয়, বরং দু’মাস আগের এবং উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

সত্য উন্মোচন হলো যেভাবে

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট সংগ্রহ করে রিভার্স ইমেজ সার্চের সাহায্যে খোঁজা হলে ওই একই ভিডিও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তিনি ভিডিওটি পোস্ট করেছিলেন গত ৫ অগস্ট। এর থেকে পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি কোনও সাম্প্রতিক কোনও ঘটনার নয় বরং দু’মাস আগেকার।


ভিডিওটি পোস্ট করে তিনি অভিযোগ করেন যে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা পরিকল্পিতভাবে বিরোধী দলনেতার কনভয়ের উপর হামলা চালিয়েছে।

ভাইরাল ভিডিওটিতে উত্তরের সংবাদ নামক কোনও চ্যানেলের লোগো দেখা যাবে। এই সূত্র ধরে কিওয়ার্ড সার্চ করা হলে উত্তরের সংবাদ ২৪x৭ নামের ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায় যা গত ৫ অগস্ট আপলোড করা হয়েছিল। ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়, “কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হা*মলা, ভা*ঙলো গাড়ির কাঁচ।”

এই বিষয়ে আরও সার্চ করা হলে চলতি বছর ৫ অগস্ট প্রকাশিত আনন্দবাজার ডট কমের একটি রিপোর্ট থেকে জানা যায়, ওই একই দিনে বিধায়কদের উপর হওয়া হামলা নিয়ে কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দুর। সেইমতো তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছোন। তার পর তাঁর কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ তাঁর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

এবিপি আনন্দের একটি ভিডিওতেও এই হামলার ঘটনা সেই সময় প্রকাশ পেয়েছিল। খবর অনুযায়ী, শুভেন্দুর কনভয় খাগড়াবাড়ি পৌঁছোতেই পরিস্থিতি বদলে যায়। ওই এলাকায় আগে থেকেই বেশ কিছু লোক তৃণমূলের পতাকা, কালো পতাকা নিয়ে জমায়েত করেছিলেন। শুভেন্দুর কনভয় খাগড়াবাড়ি পৌঁছোতেই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, সেই সময়েই ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। শুধু তা-ই নয়, দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয়।

অন্যদিকে, সাম্প্রতি বন্যার পর শুভেন্দু উত্তরবঙ্গ সফরে গেলেও সেখানে একই ধরনের কোনও ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

সবমিলিয়ে বলাই যায় যে পুরনো একটি ভিডিও বিভ্রান্তিকরভাবে সাম্প্রতিক ঘটনা বলে ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

উত্তরবঙ্গে বিপর্যয়ের পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে জেলে জনগণ আক্রোশের মুখে পড়েন।

ফলাফল

ভিডিওটি গত অগস্ট মাসের ৫ তারিখের, এবং ঘটনাটি কোচবিহারের খাগড়াবাড়ির। সাম্প্রতিক দুর্যোগের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement