
তৃণমূলের সাংসদ অভিনেতা দেবের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। যেখানে তাঁকে এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে এবং মারমুখী অবস্থায় দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হচ্ছে যে, তিনি কোনও একটি ছেলেকে মারধর করেছেন।
ভিডিওটি অনেকেই ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “হ্যাঁ এটাই তৃণমূলের সাংসদ দেব। দেখেন একটি ছেলেকে কি ভাবে মারছে।” (ক্যাপশনের বানান অপরিবর্তিত)
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয় বরং সাত বছর আগেকার। সেই সঙ্গে ভিডিওটি কোনও আসল বচসার নয়, বরং এটি স্ক্রিপ্টেড ও অভিনেতা দেবের একটি সিনেমার প্রচারের অংশ।
সত্য উন্মোচন
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তা রিভার্স সার্চের মাধ্যমে খোঁজা হলে ওই একই ভিডিও ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি পোস্ট করে ওই পোস্টদাতা একাধিক প্রশ্ন তোলেন, যে ‘হইচই আনলিমিটেড’ সিনেমাটি মুক্তি পাওয়ার আগে এমন কাজ করে দেব কেন বিতর্কে জড়ালেন।
এই বিষয়ে কিওয়ার্ড সার্চ করা হলে আনন্দবাজার ডট কমে এই সম্পর্কে একটি প্রতিবেদন পাওয়া যায় যা ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছিল। সেই প্রতিবেদনে লেখা হয়, দেব এই সম্পর্কে মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে আনন্দবাজারকে জানানো হয়েছে যে, এটা টিজার ছিল। আসল ভিডিও এখনও বাকি। এবং এই ভিডিওটি আসলে দেবের ছবি হইচই আনলিমিটেডের প্রচারের অংশ ছিল।
দেবের ভ্যারিফায়েড ফেসবুক খুঁজলে দেখা যায়, দেব ২০১৮ সালের ১ অক্টোবর ওই ভিডিও-র একটি স্ক্রিনশট পোস্ট করে লিখেছিলেন, “আমি জানি তোমাদের অনেকের, আমার বন্ধুদের, ভক্তদের এবং মিডিয়ার অনেকেরই আমার কাছে অনেক প্রশ্ন আছে। আর হ্যাঁ, আমি তোমাদের সকলের কাছে জবাব দিতে বাধ্য। তোমাদের সকল প্রশ্নের উত্তর আগামিকাল ১২ টায় দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত, ভরসা রাখো।”
২০১৮ সালের ২ অক্টোবর দেব আরেকটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে ওই যুবককে দেখা যায় যাঁকে তিনি মারধর করতে উদ্যত হয়েছিলেন। সঙ্গে তিনি লেখেন, “দেব কেন মারল? আজ বিকেল ৪টের সময় সেট করে রাখুন।” যদি ২ অক্টোবর এরপর দেবের ফেসবুক পেজে এই সম্পর্কে আর কোনও আপডেট বর্তমানে ছিল না। তবে ভিডিওটিতে RVCJ Bong-নামে একটি একটি মিডিয়া নামে একটি বিনোদনধর্মী ওয়েবসাইট তথা সংস্থার ওয়াটারমার্ক দেখা যাচ্ছিল।
এই সূত্র ধরে সার্চ করা হলে RVCJ Media-র ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে লেখা হয় যে দেব নিজের ফিল্ম হইচই আনলিমিটেডের প্রচারের জন্য এই সংস্থার সঙ্গে জুটি করেছিলেন। সেই কারণেই দেব একট প্র্যাঙ্ক (কৌতুকমূলক) ভিডিও শুট করতে রাজি হন।
RVCJ Media-র ফেসবুক পেজেও ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ভাইরাল ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছিল যে পুরো ঘটনা কী ঘটেছে জানতে হলে RVCJ Bong-এর পেজে নজর রাখতে। RVCJ Bong-এর পেজে এই বিষয়ে পরবর্তী আপডেট না পাওয়া গেলেও তাদের ইউটিউব চ্যানেলে (বতর্মানে চ্যানেলটির নাম বদলে বিশ্ববঙ্গ স্টুডিও হয়ে গেছে) আসল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটি পুরো দেখলে পরিষ্কার হয়ে যায় যে গোটা ঘটনাটাই ছিল ফিল্মের প্রচার এবং সাংসদ দেব এই ধরনের কোনও বচসায় জড়িয়ে পড়েননি যেমনটা দাবি করা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে নিউজ ১৮ বাংলার একটি খবর এখানে পড়া যাবে।
ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ দেব কীভাবে একটি ছেলেকে মারধর করছেন।
ভাইরাল ভিডিও স্ক্রিপ্টেড, একটি সিনেমার প্রচারের অংশ। ২০১৮ সালে দেবের ‘হইচই আনলিমিটেড’ ছবিটি মুক্তির আগে দেব এই অভিনব কায়দায় প্রচার করেছিলেন।