ফ্যাক্ট চেক: বরফাবৃত অবস্থায় শত-শত সাধুর শিব সাধনার ভিডিওটি এআই দ্বারা নির্মিত, আসল ঘটনা নয়

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। এটি কোনও আসল ঘটনার নয়।

Advertisement
ফ্যাক্ট চেক: বরফাবৃত অবস্থায় শত-শত সাধুর শিব সাধনার ভিডিওটি এআই দ্বারা নির্মিত, আসল ঘটনা নয়

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েক শত সাধু বরফাবৃত একটি পাহাড়ে বুক সমান বরফে দাঁড়িয়ে ‘ওম নমহ্ শিবায়’ মন্ত্র জপ করছেন।

ভিডিও অনেকেই ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “সারা শরীর ঢেকে যাচ্ছে বরফে তবু বিরাম নেই তাঁদের শিব সাধনার।”

আলাদা আলাদা পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি এখনও পর্যন্ত কোথায় ৮ হাজার, কোথাও বা ২ হাজারের বেশি শেয়ার করা হয়েছে।

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি। এটি কোনও আসল ঘটনার নয়।

সত্য উদঘাটন

বাস্তবে এই ধরনের ঘটনা কোথাও ঘটে থাকলে তা অবশ্যই সংবাদ মাধ্যমে আসতো। কিন্তু কোনও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এই ধরনের কোনও খবর আমাদের নজরে আসেনি। ফলে ভিডিওটি এআই দ্বারা তৈরি হতে পারে, এমন সংশয় হয়।

পরবর্তী সময়ে হাইভ মডারেশনের মতো এআই যাচাইকারী ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করা হলে ফলাফল আসে, ভিডিওটি ৯৯ শতাংশের বেশি এআই দ্বারাই তৈরি।

ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে আসল ভিডিওটি আশীষ সাক্সেনা নামের এক ব্যক্তির ইনস্টাগ্রাম পেজে পাওয়া যায়। তিনি ভিডিওটি আপলোড করে ক্যাপশনে #sora2 এবং #sora হ্যাশট্যাগ ব্যবহার করেন। সোরা হলো ওপেন এআই সংস্থার ভিডিও জেনারেশন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এআই নির্মিত ভিডিও তৈরি করা যায়।

ওই ব্যক্তি নিজের প্রোফাইলের বায়োতেও নিজেকে ‘এআই ক্রিয়েটর’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তাঁর প্রোফাইলেও একাধিক একই ধরনের এআই নির্মিত ভিডিও দেখতে পাওয়া যায়। যেখানে সাধুদের গলা-সমান বরফে শিব সাধনা করতে দেখা যাচ্ছে।

ফলে সব মিলিয়ে বলাই যায় যে একটি এআই নির্মিত ভিডিওকে আসল ঘটনা ভেবে অনেকেই পোস্ট করেছেন, যা বিভ্রান্তিকর।

Advertisement

ফ্যাক্ট চেক

Facebook Users

দাবি

বরফে ঢাকা অবস্থাতেও এই ভিডিওতে সাধুরা শিব সাধনা করছেন এবং মন্ত্র পাঠ করে যাচ্ছেন।

ফলাফল

ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
Facebook Users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement