

এক সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মুসলিম মহিলার মুখ থেকে হিজাব টেনে সরিয়ে দিয়ে বিতর্ক বাঁধিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমন আচরণের বিরুদ্ধে নিন্দায় অনেকে সরব হলেও একপক্ষ নীতীশের দোষ দেখছেন না। এই আবহে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে যে বলিউড অভিনেতা শাহরুখ খান এবং সলমন খান নাকি নীতীশকে ক্ষমা চাইতে বলেছেন।
ভাইরাল এই ভিডিওতে শাহরুখ ও সলমন, উভয়কেই নীতীশ কুমারের তীব্র সমালোচনা করতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে তাঁরা বলছেন যে, এই ধরনের কাজের জন্য নীতীশ কুমারের ক্ষমা চাওয়া উচিত।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "হিজাব বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের বিরুদ্ধে গর্জে উঠলেন শাহরুখ খান এবং সালমান খান।" (সব বানান অপরিবর্তিত)
আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে ভাইরাল ভিডিওটি আসল কোনও ঘটনার নয়। এখানে উভয়ের বক্তব্যকেই এডিটিংয়ের মাধ্যমে কারসাজি করা হয়েছে।
সত্য উদঘাটন
সবার প্রথম আমরা গুগল লেন্স ব্যবহার করে ভিডিওটির কিফ্রেমগুলি সার্চ করি। অনুসন্ধান করার পরে শাহরুখ খানের এক্স হ্যান্ডেল আপলোড করা আসল ভিডিওটি দেখতে পাওয়া যায়। ভিডিওটি ২০২০ সালের ২০ মার্চ আপলোড করা হয়েছিল। ভিডিওটিতে শাহরুখ খানকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে কথা বলতে শোনা যায়।
We must all do our bit and support the officials doing so much for us. #WarAgainstVirus @mybmc pic.twitter.com/TDLpVhtr1F
— Shah Rukh Khan (@iamsrk) March 20, 2020
এর ভিত্তিতে কিওয়ার্ড সার্চ করে NDTV-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্টে এই মূল ভিডিওটির সঙ্গে সম্পর্কিত তথ্য পাওয়া যায়। ২০২০ সালের ২০ মার্চ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শাহরুখ খান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি করোনাভাইরাস মহামারী নিয়ে আলোচনা করেন। অভিনেতা তার অনুরাগীদের প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান এবং তাদের আতঙ্কিত না হতে বলেন।
এর থেকে পরিষ্কার হয়ে যায় যে ভাইরাল ভিডিওটি আসল নয়, এবং সেটিকে এডিট করে বিকৃত করা হয়েছে।
এরপর সলমন খান বিহারের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমন কিছু বলেছেন কিনা জানতে আমরা কিওয়ার্ড সার্চ করি। কিন্তু এমন কোনও নিউজ রিপোর্ট পাওয়া যায়নি যেখানে এই দাবির সত্যতা নিশ্চিত করা হয়।
এরপর ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে সেটাকে গুগল লেন্সে খোঁজা হলে MF News নামক একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওটি দেখতে পাই। আসল ভিডিওটি ২০২৫ সালের ২ মে আপলোড করা হয়েছিল। প্রদত্ত তথ্য অনুসারে, সালমন খান মহারাষ্ট্র দিবসে এই ভিডিওটি প্রকাশ করেছেন, যেখানে তিনি মারাঠি ভাষায় দিবসটির শুভেচ্ছা জানিয়েছেন।
অর্থাৎ বুঝতে বাকি থাকে না উভয় ভিডিওতেই কারসাজি করে তার আসল অডিও বদলে দেওয়া হয়েছে এবং বিভ্রান্তিকর দাবি করা হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হিজাব টেনে খোলার আচরণের জন্য শাহরুখ খান ও সলমন খান তাঁকে ক্ষমা চাইতে বলেছেন।
ভাইরাল ভিডিও দুটি সম্পাদিত ও ভুয়ো। শাহরুখ বা সলমন কেউই এমন কোনও মন্তব্য করেননি।