scorecardresearch
 

Jokes In Bangla: বউয়ের সঙ্গে ঝগড়ায় স্বামী বলল যা করার করো? তারপর যা ঘটল, হাসি থামবে না

গোমড়ামুখো হয়ে থাকলে যে হার্ট-মন কিছুই ভাল থাকে না। তাই প্রাণ খুলে হাসুন। আপনাদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য রইল কয়েকটি সেরা বাংলা জোকাস। 

Advertisement
Bangla Jokes Bangla Jokes
হাইলাইটস
  • গোমড়ামুখো হয়ে থাকলে যে হার্ট-মন কিছুই ভাল থাকে না।
  • তাই প্রাণ খুলে হাসুন।

জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গিয়েছে। ইএমআই, কাজের চাপের বোঝা যত বেড়েছে তত মুখ হয়েছে ভার। টেনশন আষ্টেপৃষ্টে বেঁধেছে জীবনকে। হারিয়ে গিয়েছে হাসি। কিন্তু হাসি হারালে তো মানুষ বাঁচতে পারে না। গোমড়ামুখো হয়ে থাকলে যে হার্ট-মন কিছুই ভাল থাকে না। তাই প্রাণ খুলে হাসুন। আপনাদের জন্য মুখে হাসি ফোটানোর জন্য রইল কয়েকটি সেরা বাংলা জোকাস। 

রাজু পরীক্ষায় কিছু না লিখেই খাতা জমা দিয়ে এসেছে।
রুম থেকে বের হতেই শিক্ষক-কী রে বদমাশ, কিছু করে এসেছিস না এমনিই এসেছিস? 
রাজু- স্যার, আমি জলখাবার খেয়ে এসেছি আর আপনি? 
তারপর আর কী, রাজু বেধড়ক মারধর খেল!

গোলু গাছে উল্টো ঝুলছিল।
মলু জিজ্ঞেস করল- কী হয়েছে? 
গোলু-কিছু না, মাথাব্যথার ওষুধ খেয়েছি। পাছে পেটে যায়। তাই উল্টো ঝুলছি।

আরও পড়ুন

বউয়ের সঙ্গে ঝগড়ার পর বললাম, যা ইচ্ছে করো। 
তারপর থেকে মোবাইলের চার্জার পাওয়া যাচ্ছে না।

টিটু- স্টেশনে যেতে কত টাকা লাগবে? 
রিকশাওয়ালা - ৫০ টাকা
টিটু - ২০ টাকা নিন। 
রিকশাওয়ালা - ২০ টাকাতে কেউ নিয়ে যাবে না? 
টিটু- আপনি পিছনে বসুন। আমি টেনে নিয়ে যাব। 

আজ খাবার রান্না করেছে বামী। 
বউ-তরিতরকারি তুমি রেডি করলে? 
স্বামী- কেন জিজ্ঞেস করছো? 
স্ত্রী-আমাকে তো উপরে গিয়ে উত্তর দিতে হবে যখন যমরাজ জিজ্ঞেস করনবে- কী খেয়ে মরলে?

একবার সোনু ট্রেনে যাচ্ছিল। 
ট্রেনে খুব ভিড় হওয়ায় সহযাত্রীর কোলে বসল। সেই লোকটির আবার মাথায় টাক।
সহযাত্রী- হ্যাঁ, হ্যাঁ! আমার মাথায় এসে বসো। 
সোনু- না, কাকা। আমি এখানেই ভালো আছি, পিছলে পড়ে যাওয়ার ভয় আছে!

স্ত্রী- আমি তোমাকে ছেড়ে দিলে তুমি কি করবে? 
স্বামী - পাগল হয়ে যাব।
বউ -মানে তুমি আর বিয়ে করবে না? 
স্বামী- পাগল যা কিছু করতে পারে।

Advertisement

কর্মচারী- স্যার, আমার কয়েকদিনের ছুটি চাই।
বস- ছুটি দেওয়া হবে একটাই শর্তে। বলুন কেন কাটাপ্পা বাহুবলীকে মেরেছে? কর্মচারী- স্যার, হয়তো বাহুবলী কাটাপ্পাকে ছুটি দেয়নি।
বস- কত দিনের ছুটি দরকার?
 

TAGS:
Advertisement