Love Jokes In Bangla: অ্যাই পার্সোনাল সিক্রেট আর টপ সিক্রেট কী? স্বামীর উত্তরে রেগে লাল স্ত্রী

Love Jokes In Bangla: হাসতে নেই মানা। এখন বহু মানুষই হাসতে ভুলে গিয়েছে। মন খুলে হাসুন। কারণ হাসলে ভাল থাকে হার্ট। হার্ট ভাল থাকলে মন-মেজাজ থাকে ফুরফুরে।

Advertisement
অ্যাই পার্সোনাল সিক্রেট আর টপ সিক্রেট কী? স্বামীর উত্তরে রেগে লাল স্ত্রীJokes In Bangla। বাংলায় মজার জোকস।
হাইলাইটস
  • হাসিতে নেই মানা।
  • হার্ট সুস্থ রাখতে বিন্দাস হাসুন।

বিশেষজ্ঞরা বলেছেন, হাসি স্বাস্থ্যের জন্য ভাল। দিনে একবার অন্তত মন খুলে হাসা উচিত। হাসলে শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। প্রতিদিনের ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করা চ্যালেঞ্জিং। সুস্থ থাকতে হলে হাসির অভ্যাস করা দরকার। হাসানোর জন্য তেমনই কয়েকটি মজার জোকস রইল আপনাদের জন্য। এই জোকসগুলি আপনাকে হাসতে সাহায্য করবে। 

১। স্ত্রী- আমি তোমাকে ছেড়ে দিলে তুমি কি করবে?
স্বামী- আমি পাগল হয়ে যাব।
স্ত্রী- মানে তুমি আর বিয়ে করবে না?
স্বামী-পাগল যাই ইচ্ছা তাই করতে পারে।

২। স্বামী (ফোনে স্ত্রীকে)- তুমি খুব সুন্দর... 
স্ত্রী - ধন্যবাদ... 
স্বামী - তুমি ঠিক রাজকন্যার মতো... 
স্ত্রী - তোমাকে অনেক ধন্যবাদ... আর বলো তুমি কি করছো?
স্বামী - খালি বসে ছিলাম, ভাবলাম মজা করি... 
বউ- আমিও একটা ঝাঁটা নিয়ে আছি।

৩। স্ত্রী- তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ? 
স্বামী- কেন ডার্লিং, কী হয়েছে? 
স্ত্রী- তুমি তো বলোনি যে তোমার আগে থেকেই রানি নামে বউ আছে। 
স্বামী- শ্বশুরকে বলেছিলাম তোমাকে রানির মতো রাখব।

৪। যুবক- আমি তোমাকে ভালোবাসি। 
মেয়ে- হা হা হা হা। 
যুবক (নিজের বন্ধুকে)- দেখ ভাই, ও চারবার 'হ্যাঁ' বলল! হাসল মানেই ফাঁসল।

৫। একবার স্বামী-স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। 
পথে একটা গাধা দেখে স্ত্রী ভাবল রসিকতা করি। 
স্ত্রী- ওই যে তোমার আত্মীয়
স্বামীও কম যান না! 
স্বামী- নমস্কার শ্বশুরমশাই। কেমন আছেন?

৬। স্ত্রী- শোন, এই পার্সোনাল সিক্রেট আর টপ সিক্রেট কী?
স্বামী- আমি তোমাকে পছন্দ করি,এটা পার্সোনাল সিক্রেট। আমি তোমার বন্ধুকে পছন্দ করি, টপ সিক্রেট। 
তার পর থেকে স্বামী নিরুদ্দেশ। 

৭।  স্বামী এক ঘণ্টা ধরে নিজের বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট দেখছিলেন। 
স্ত্রী - এক ঘন্টা ধরে কী দেখছো?
স্বামী- এক্সপায়ারি ডেট খুঁজছিলাম। পেলাম না।
তার পর কী হল আর বলতে...

POST A COMMENT
Advertisement