scorecardresearch
 

Hasir Jokes: সবচেয়ে বেশি নকল কোথায় হয়? উত্তর জানলে অবশ্যই হাসবেন

Bengali Jokes: আজকের দ্রুত গতির জীবনে, আপনি যদি সুখী থাকেন, তাহলে মানসিক চাপ আপনার থেকে দূরে থাকবে। মানসিক চাপ দূরে রাখতে ঠাট্টা-তামাশার সাহায্য নিতে পারেন। আপনাদের হাসাতে আমরা কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়ে আপনি হাসি থামাতে পারবেন না।

Advertisement
Hasir Jokes Hasir Jokes

Bengali Jokes: আজকের দ্রুত গতির জীবনে, আপনি যদি সুখী থাকেন, তাহলে মানসিক চাপ আপনার থেকে দূরে থাকবে। মানসিক চাপ দূরে রাখতে ঠাট্টা-তামাশার সাহায্য নিতে পারেন। আপনাদের হাসাতে আমরা কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা পড়ে আপনি হাসি থামাতে পারবেন না। 

শিক্ষক - ১০ নম্বরের একটি প্রশ্নের উত্তর দাও
ছাত্র - স্যার  জিজ্ঞাসা করুন। 
শিক্ষক- বলতো সবচেয়ে বেশি নকল কোথায় হয়? 
ছাত্র- স্যার, হোয়াটসঅ্যাপে। 
শিক্ষক- দারুণ, ১০ এর মধ্যে ১০ নাও। 

ছেলে- আমার বেতন দিয়ে চালাতে পারবে? 
মেয়ে- আমি তো পারব কিন্তু তোমার কী হবে? 

আরও পড়ুন

এক ব্যক্তি তার বন্ধুকে বলল... আমি ভেবেছিলাম দুটো বিয়ে করব,
একটা মারবে আরেকটা বাঁচাবে.. 
রাতে স্বপ্নে দেখলাম, একজন আমাকে ধরে রেখেছে, আরেকজন আমাকে মারছে। 

ছেলে- বাবা, গাড়ির চাবি দাও, আমাকে কলেজে যেতে হবে, একটা  ফাংশন আছে।
 বাবা- গাড়ি কেন...? 
ছেলে - আমি যদি ১০ লাখ টাকার গাড়িতে যাই তাহলে আমার সম্মান বাড়বে... 
বাবা - এই নাও ১০ টাকা , যদি ৩০ লাখ টাকার বাসে যাও তাহলে সম্মান আরও বাড়বে... 

প্রতিবেশী- মাসিমা, আপনি বারবার ঘরে -বাইরে করছেন কেন? কোন সমস্যা আছে? 
বৃদ্ধা মহিলা- না, আমার বউমা টিভি দেখে যোগাসন করছে। 
তাতে বাবাজী বলছেন, শ্বাসকে বাইরে রাখ, শ্বাসকে ভিতরে রাখ। 

চিন্টু- লোহা লোহাকে কাটে... 
হীরা হীরেকে কাটে... 
তারপর পিছন থেকে একটি কুকুর তাকে কামড় দেয়... 
এখন হাসপাতালে চিকিৎসা চলছে...

স্বামী- কেমন আছো প্রিয়া... 
তুমি নিশ্চয়ই আমাকে মি মনে, তাহলে সকালে ঝগড়া কেন করলে...?
 স্বামী চুপ করে রইলন... 
কিছুক্ষন ভাবার পর মনে মনে বললো: এটা তো বাড়ির নাম্বার লেগে গেছে... 

Advertisement

গাপ্পু- মা সব খেলনা খাটের নীচে লুকিয়ে রাখো... 
গাপ্পুর মা- কেন? 
গাপ্পু- কারণ আমার বন্ধু ডাব্বু আসছে.. 
গাপ্পুর মা- ডাব্বু কি খেলনা চুরি করবে? 
গপ্পু- না, ও নিজের  খেলনা চিনে নেবে। 

শিক্ষক- ভারতের একজন মহান বিজ্ঞানীর নাম বলো? 
ছাত্র- স্যার, আলিয়া ভাট
 শিক্ষক লাঠি নিয়ে- এতদিনে এই শিখলে? 
দ্বিতীয় ছাত্র- ও তোতলা স্যার, আর্যভট্টের কথা বলছে।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Advertisement