Jokes In Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> শিক্ষক: বল তো, আমরা কীভাবে আমাদের স্কুলটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি?
ছাত্র: স্যার, আমরা ক্লাস না করে বাড়িতে বসে থাকতে পারি!
> তিনজন পরিসংখ্যানবিদ একবার গেলেন পাখি শিকার করতে।
প্রথমজন গুলি ছুড়লেন, গুলিটা পাখির ডান দিক দিয়ে চলে গেল।
দ্বিতীয়জন গুলি ছুড়লেন, গুলিটা পাখির বাঁ দিক দিয়ে চলে গেল।
তৃতীয় জন হাসিমুখে বললেন, ‘হুঁ…পরিসংখ্যানের গড় অনুযায়ী, এবার গুলিটা পাখির গায়েই লাগবে!’
> স্ত্রী তার স্বামীর ফোন চেক করে এবং কয়েকটি সন্দেহজনক নাম খুঁজে পেল। যেমন-আমার জীবন, আমার পাগলি, আমার স্বপ্নের রানি।
স্ত্রী তো রেগে আগুন। প্রথম নাম্বারটিতে ফোন করল। দেখল এটা তার শাশুড়ি। তারপর সে দ্বিতীয় নাম্বারটি কল করল। স্বামীর ছোট বোন জবাব দিল। যখন সে তৃতীয় নামটিতে কল করে দেখল তার নিজের ফোনটিতে রিং হচ্ছে তখন!
সে তার নির্দোষ স্বামীকে সন্দেহ করে আসছে বলে খুব মন কষ্ট পেলেন। চোখ গড়িয়ে জল পড়া পর্যন্ত থামলেন না, প্রিয় স্বামীর স্বপ্নের রানি, ড্রিম গার্ল। তারপর সিদ্ধান্ত নিল, বেচারা স্বামীর প্রতি এমন আচরণের জন্য তিনি তার এ মাসের বেতনের পুরো টাকাটা স্বামীর হাতে তুলে দেবে।
স্বামী টাকাটা গ্রহণ নিল এবং তার গার্লফ্রেন্ডকে একটি দামি উপহারও কিনে দিল, যার নাম ফোনে সেভ করা ছিল– ‘গদাই ভাই রাজমিস্ত্রি’ নামে।
>একবার ৫ জন ডাক্তার মিলে একটা ঘোড়ার অপারেশন করলেন।
অপারেশনের পর সিনিয়র ডাক্তার কম্পাউন্ডারকে বললেন- দেখ পেটে কোন টুল আছে কি না,
কম্পাউন্ডার বললেন- সব টুল আছে, কিন্তু ডাঃ গুপ্তকে আর দেখা যাচ্ছে না!
> মহিলা- আমার ওজন কমবে কীভাবে?
ডাক্তার - ঘাড় ডান বামে নাড়ান
মহিলা - কোন সময়ে?
ডাক্তার- কেউ খাবারের কথা বললে!
> ছেলে- তোমার নাম কি?
মেয়ে- আমার নাম বিধি।
ছেলে- আমার নাম বিধান।
মেয়ে- তো কী করবো?
ছেলে- আরে এটা তো বিধির বিধান।
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)