Bengali Jokes: স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট দেখে চক্ষু ছানাবড়া স্ত্রীর, কী দেখে চমকে গেলেন?

Jokes In Bengali: হাসি দিয়ে ইতিবাচক পরিবেশ বজায় রাখা যায়। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসাকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
Bengali Jokes: স্বামীর ক্যারেক্টার সার্টিফিকেট দেখে চক্ষু ছানাবড়া স্ত্রীর, কী দেখে চমকে গেলেন?প্রতীকী ছবি

Viral Chutkule in Bengali: হাসি আপনাকে মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা আপনাদের জন্য এমন কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা শুনলে আপনি হাসবেন। তো চলুন শুরু করা যাক হাসির এই সিরিজ।

>আয়নায় তাকিয়ে গোলু ভাবতে লাগলো…একে কোথায় দেখেছি… 
অনেকক্ষন টেনশনে ভাবার পর বলল…আরে এতো সেই ব্যক্তি যে সেদিন আমার সঙ্গে  চুল কাটছিল।

 >বাবা- তুমি কীভাবে ফেল করলে? 
ছেলে- এমন প্রশ্ন পেপারে এসেছে, যা জানতাম না।
 বাবা- তাহলে উত্তর লিখলে কীভাবে? 
ছেলে - আমিও এমনভাবে উত্তর লিখেছি যা মাস্টারও জানতেন না।

> বন্দি ১- পুলিশ ধরল কেন? 
দ্বিতীয় বন্দি- ব্যাঙ্ক  ডাকাতির পর সেখানে বসে টাকা গুণতে শুরু করলে পুলিশ তাকে ধরে ফেলে। 
বন্দি ১- ওখানে টাকা গুণতে থাকার  কি দরকার ছিল? 
দ্বিতীয় বন্দি- সেখানে লেখা ছিল কাউন্টার থেকে বের হওয়ার আগে টাকা গুনুন, পরে ব্যাঙ্ক দায়ী থাকবে না। 

> মহিলাটি বাড়িতে পুরানো কাগজপত্র দেখছিলেন, 
তখন তিনি তার স্বামীর স্কুল রিপোর্ট কার্ড দেখতে পান। 
নম্বরের নীচে ক্যারেক্টার সার্টিফিকেট পড়ে স্ত্রী এখনও অজ্ঞান... 
লেখা ছিল- মিষ্টিভাষী ও শান্তিপ্রিয় ছাত্র! 

> টিটু খুব মন খারাপ করে বসে ছিল।
সিতু- কী হয়েছে ? 
টিটু বলল,  কী বলব, আজ টিচার বলছিলেন, জীবন চারদিনের। 
কিন্তু আমি ৮৪ দিনের জন্য রিচার্জ করেছি। 

>শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষক- কণ্টকাকীর্ণ পথে তোমাদেরকে কে সাপোর্ট করবে? 
মন্টু- স্যার, চপ্পল। 
তারপর আর কী.. প্রচণ্ড মারধর।

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

POST A COMMENT
Advertisement