scorecardresearch
 

Banglai Fatafati Hasir Jokes: বিয়ে করতে পারবে না একথা প্রেমিকাকে জানাল প্রেমিক, কারন জানলে ভিমরি খাবেন!

Viral Jokes: হাসি আপনাকে মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা আপনাদের জন্য এমন কিছু মজার জোকস নিয়ে এসেছি, যা শুনলে আপনি হাসবেন। তো চলুন শুরু করা যাক হাসির এই সিরিজ।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Hasir Jokes: হাসতে থাকলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসাকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> ভিখারি ও পথচারী
ভিখারিঃ স্যার। ২ টা টাকা দেন।
পথাচারীঃ আরে একটু আগেই তোমাকে ২ টাকা দিলাম।
ভিখারিঃ অতীতের কথা ভুলে যান। অতীত নিয়ে পড়ে আছেন বলেই দেশের এই অবস্থা।

> প্রেমিক প্রেমিকা…
প্রেমিক প্রেমিকাকে বলছে,
প্রেমিকঃ আমি না তোমাকে বিয়ে করতে পারবো না।
প্রেমিকাঃ কেন?
প্রেমিকঃ আমার বাড়ির সবাই আমার এ বিয়ের বিপক্ষে।
প্রেমিকাঃ তোমাদের বাড়ির কে কে আমাদের বিয়েতে মত দিচ্ছে না?
প্রেমিকঃ আমার বউ আর বাচ্চা।

আরও পড়ুন

> ১ম বন্ধু : বল তো, একদিন এক রাস্তা দিয়ে একজন দরিদ্র দিনমজুর, একজন গম্ভীর মহিলা, একজন সুপারম্যান এবং একজন বউয়ের ভয়ে ভীত নয় এমন ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখা গেল রাস্তায় একটা ৫০০ টাকার নোট পড়ে আছে। এখন প্রশ্ন হল টাকাটা কে কুড়িয়ে পাবে?
২য় বন্ধু : অবশ্যই দরিদ্র দিনমজুরটি! কারণ এখানে দিনমজুর ছাড়া বাকি সবকয়টি চরিত্রই কাল্পনিক!

> পার্টিতে একটি লোক বসে আছে। একটু পর এক সুন্দরী তরুণী এসে তাকে বলল, ‘আপনি কি নাচতে ইচ্ছুক?’
লোকটি উৎফুল্ল হয়ে বলল, ‘অবশ্যই!’
মেয়েটি এবার বলল, ‘তাহলে চেয়ারটা ছাড়ুন। আমি একটু বসব!’

> এক ছাত্র ক্লাসে বসে ঝিমুচ্ছিল। দেখে শিক্ষক বলল, ‘এই ছেলে, দাঁড়াও! এখন বলো আকবর কে ছিলেন?’
ছাত্র : জানি না স্যার।
শিক্ষক : জানবে কীভাবে? ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, জানতে পারবে।
ছাত্র : আচ্ছা স্যার, আপনি জানেন পলাশ কে?
শিক্ষক : না, কে উনি?
ছাত্র : স্যার, আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন- জানতে পারবেন।

Advertisement

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

Advertisement