Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> সকাল বেলায় অফিসের বসকে ফোন দিয়েছে অমিত—
অমিত: স্যার, আজকে আমার শরীরটা খুব খারাপ। অফিসে আসতে পারব না।
বস: বল কী, শরীর খারাপ?
অমিত: হ্যাঁ স্যার।
বস: শরীর খারাপ থাকলে আমি কী করি জানো? আমার প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। তুমিও চেষ্টা করে দেখতে পারো।
কিছুক্ষণ পর বসকে ফোন করলেন অমিত। বললেন, ‘স্যার, আপনার বুদ্ধিটা বেশ কাজে লেগেছে। ঘুরে খুব ভালো লাগছে। আপনার প্রেমিকাও বেশ স্মার্ট, গাড়ি ভাড়াটাও সে দেবে বলেছে!’
> একদিন বাবলু এক রেস্টুরেন্টে গেল—
বাবলু: এই, গরম কী আছে?
ওয়েটার: বিরিয়ানি, খিচুরি, তেহারি।
বাবলু: আরো গরম কী আছে?
ওয়েটার: মোগলাই পরোটা, পুরি।
বাবলু: আরো গরম কী আছে?
ওয়েটার: দুধ, চা, কফি।
বাবলু: আরো গরম কী আছে?
ওয়েটার: আছে জ্বলন্ত কয়লা।
বাবলু: যাও এক প্লেট নিয়া এসো।
ওয়েটার: কেন? কী করবেন?
বাবলু: বিড়ি জ্বালাবো।
> বিবাহে প্রবল অনিচ্ছুক এক লোককে তার বন্ধু বলছেন—
বন্ধু: সারাটা জীবন একা একাই কাটাবে? ভেবে দেখ, তুমি যখন মরণশয্যায়, তখন তোমার মুখে জল দেওয়ার মতো কেউ থাকবে না।
কোনো পাল্টা যুক্তি দেখাতে না পেরে বিয়ে করে ফেললো লোকটা।
অনেক বছর পরের কথা। দীর্ঘ সংসার জীবন যাপনের পর লোকটি বৃদ্ধ অবস্থায় শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। তাকে ঘিরে আছে তার স্ত্রী-পুত্র-কন্যা। শুয়ে শুয়ে সে ভাবছে—
বৃদ্ধ: কেন যে বিয়ে করেছিলাম! জল খেতে ইচ্ছে করছে না তো!
> স্বামী-স্ত্রী বসে গল্প করছে। হঠাৎ স্ত্রী জিজ্ঞাসা করলো–
স্ত্রী: আচ্ছা স্বর্গে বিয়ে হয় না?
স্বামী: না
স্ত্রী: কেন?
স্বামী: স্বর্গে যদি বিয়ে হয়, তাহলে সেটা আর স্বর্গ থাকবে না, দুদিনেই নরক হয়ে যাবে।
> ক্রেতা গেছেন পর্দার দোকানে—
ক্রেতা: ভাই, আমাকে একটা পর্দা দিন তো।
বিক্রেতা: কয় গজ?
ক্রেতা: আরে গজ না! এক ফুট দিলেই হবে।
বিক্রেতা: এক ফুট পর্দা কোন জানালায় লাগাবেন?
ক্রেতা: কেন! আমার কম্পিউটারের ‘উইন্ডোজ’-এ!
> শীতের সকাল, স্ত্রী স্নান করে বের হতেই স্বামীর সামনে পড়লো। স্বামীও তখন স্নানে যাচ্ছিলো। স্ত্রীকে বাথরুম থেকে বের হতে দেখে স্বামী তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে।
স্ত্রী খুব রোমান্টিক মুডে বললো—
স্ত্রী: কী দেখছো অমন করে?
স্বামী: দেখছি আমার স্নানের জন্য রাখা গরম জলটুকু শেষ করে দিলে!
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)