Husband-Wife Funny Jokes: ঝগড়ার পর হাঁটু গেড়ে বসে কী বলেন স্ত্রী? স্বামীর দেওয়া জবাবে হাসি কন্ট্রোল হবে না!

Jokes in Bengali:যখন আমরা হাসি, খুশি থাকি, তখন আমাদের মানসিক চাপ চলে যায়, যা সুস্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়। চিকিৎসা বিজ্ঞানের মতে, হাসি আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ করে, যার ফলে শান্তির ঘুম হয়। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমরা হাসতে থাকি। আপনাদের হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস। তো চলুন শুরু করা যাক হাসির জন্য জোকস পড়া।

Advertisement
Husband-Wife Funny Jokes: ঝগড়ার পর  হাঁটু গেড়ে বসে কী বলেন স্ত্রী? স্বামীর দেওয়া জবাবে হাসি কন্ট্রোল হবে না!প্রতীকী ছবি

Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> স্বামী : কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না। এটা ডাল হয়েছে? না নুন, না কোনও মশলা!
স্ত্রী : আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইর দেখতে দেখতে খাবার খেয়ো না! ভাতে তুমি ডাল দাওনি, জল ঢেলেছো!

> স্ত্রী : আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কী করবে ?
স্বামী : কাগজে বিজ্ঞাপন দেবো!
স্ত্রী : কী  লিখবে?
স্বামী : যে পাবে তার!

> স্বামী : আজ তরকারিতে নুন বেশি লাগছে।
স্ত্রী : নুন ঠিকই আছে। সবজি কম হয়েছে ,বলেছিলাম না, তরি-তরকারি বেশি করে আনবে।


> স্ত্রী: এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?
 স্বামী: কই, কিছু না তো!
 স্ত্রী: আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছ। তুমি প্রায় চার ঘণ্টা ধরে আমাদের বিয়ের কাগজ এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি? 
স্বামী: না, তেমন কিছু নয়। অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি বিয়ের মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।

> মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন— 
স্বামী: আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি কানুকে বিয়ে কর।
 স্ত্রী: কানু! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি! 
স্বামী: আমি জানি সে আমার শত্রু। কানুকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে! 

> মানিক: তুই তোর বউর সঙ্গে ঝগড়া করিস? 
স্ফটিক: হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে। 
মানিক: বলিস কী! তারপর? 
স্ফটিক: তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে এসো। আর মারব না।’

Advertisement

( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)

POST A COMMENT
Advertisement