Jokes In Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। খিলখিল করে হাসা হল সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> স্ত্রী স্বামীকে বলছে, সে অনেক মোটা হয়ে গিয়েছে। পাল্টা স্বামীও স্ত্রীকে বলছে সেও মোটা হয়ে গিয়েছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে।
এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বললেন—
স্ত্রী: আমি মোটা হয়েছি কারণ আমি মা হতে চলেছি।
স্বামী: হ্যাঁ, সেজন্যই তো আমারও ওজন বেড়ে যাচ্ছে।
স্ত্রী: তোমার কেন ওজন বাড়বে?
স্বামী: আমিও তো বাবা হতে চলেছি।
> বিল্টুর বাবা বিল্টুর ঘরে এসে কিছু একটা খুঁজছিলেন। হঠাৎ বিল্টুর একটি কোট দেখে সেটির পকেটে তল্লাশি চালাতে গিয়ে পেলেন সিগারেট আর মেয়েদের ফোন নম্বর! বাবা প্রশ্ন করলেন—
বাবা: কবে থেকে এসব চলছে।
বিল্টু: বাবা এই কোটটা তোমার।
> জলিল সাহেব একজন ডাক্তার। তিনি খুবই ভুলো মনের। বয়স চল্লিশ পেরোলেও বিয়ে করেননি জলিল সাহেব। এবার পরিবার থেকে জোর করেই তাকে বিয়ে দেওয়া হচ্ছে।
বিয়ের দিন মেয়ের বাবা মেয়েকে জামাইয়ের হাতে অর্থাৎ জলিল সাহেবের হাতে তুলে দিয়ে কাঁদতে লাগলেন।
জলিল সাহেব তার অভ্যাসবশত স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন, ‘খুব উত্তেজিত মহিলা তো।’ তারপর বললেন, ‘জিভ দেখি।’
>একটা ছেলে আর একটা মেয়ে হোটেলে খেতে গেল।
ওয়েটার- কি নেবেন?
ছেলে - ওই লঙ্কা দেওয়া ঘেভার নিয়ে এসো
ওয়েটার - অবাক হয়ে.... কী?
মেয়ে- এই পাগলটা পিজ্জা চাইছে।
> বউ- কোথায় তুমি?
স্বামী- স্কুটার থেকে পড়ে গেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে যাচ্ছি।
বউ- খেয়াল রেখো, টিফিন বক্স যেন বাঁকা হয়ে না যায়, নইলে ডাল পড়ে যাবে।
> রাজু পাহাড়ে প্যারাসুট বিক্রি করছিল
এক খদ্দের - প্যারাসুট না খুললে কী হবে?
রাজু- তাহলে আপনার সব টাকা ফেরত।
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)