Most Funny Jokes: পটলার সুখী বিবাহিত জীবনের রহস্য জানেন? শুনলে না হেসে পারবেন না...

Funny Jokes and Chutkule: হাসি আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো রাখে। আজকের ব্যস্ত সময়ে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এগুলি পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
পটলার সুখী বিবাহিত জীবনের রহস্য জানেন? শুনলে না হেসে পারবেন না...প্রতীকী ছবি

Jokes in Bengali: দৌড়াদৌড়ি ভরা জীবনের মাঝে টেনশন মুক্ত থাকতে হাসতে থাকা খুব জরুরি। হাসি মানসিক চাপ দূর করে। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কৌতুক। যা পড়ার পর আপনি কিছু সময়ের জন্য নিজের হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।


> টিল্লু তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। 
আমার স্ত্রীর স্বভাব খুব খরচ করা। 
প্রতিদিন সে ১০০০-২০০০ টাকা চাইতে থাকে।
 বন্ধু- এত টাকা দিয়ে কী করে? 
টিল্লু- কে জানে, আমি কখনো দেইনি। 

> শিক্ষক - আপনাকে সব জিনিস  স্কুল থেকেই নিতে হবে
যেমন- বই, ইউনিফর্ম, জুতো, বেল্ট
 বাবা - আর শিক্ষা? 
শিক্ষক- তার জন্য বাইরে থেকে টিউশনি নিতে পারেন।

> ৪ বন্ধু ট্রেনের পিছনে দৌড়াচ্ছিল, 
২ জন ট্রেনে উঠল এবং ২ জন থেকে গেল
লোকে বলল ওয়ালডেন 
বন্ধুরা  বলল কি এমন ওয়ালডেন - 
ওদের চড়তে হত............... আর আমরা ওদের নামাতে এসেছি।

> প্রতিবেশী বন্ধু, তোদের  বাড়ি থেকে প্রতিদিন হাসির শব্দ আসে। 
এই সুখী জীবনের রহস্য কি? 
পটলা- আমার বউ আমাকে প্রতিদিন জুতো দিয়ে মারছে, 
আঘাত লাগলে সে হাসে আর না লাগলে আমি হাসি।

 > টলুর পা ভেঙে গেছে 
হাসপাতালে গিয়ে দেখল সেখানে একজনের দুই পা ভেঙে গেছে। 
টলু তার কাছে গিয়ে জিজ্ঞেস করল- আপনার দুই বউ আছে নাকি?

> শিক্ষক- বীরবল কে ছিলেন? 
চিন্টু- জানি না স্যার। 
শিক্ষক- পড়াশোনায় মন দাও, তাহলে বুঝবে 
চিন্টু-স্যার, প্রমোদ, ভিকি, গৌরব আর হর্ষ কারা? 
শিক্ষক- জানি না। 
চিন্টু-  মেয়ের দিকে খেয়াল রাখুন তাহলে জেনে যাবেন। 

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement