Husband Wife Funny Jokes: 'তুমি অনেক মোটা হয়ে গেছো', স্ত্রীর এমন কথায় জব্বর মজার উত্তর স্বামীর!

Desi Jokes: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, ঠিক তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন মজার জোকস পড়া শুরু করা যাক।

Advertisement
 'তুমি অনেক মোটা হয়ে গেছো', স্ত্রীর এমন কথায় জব্বর মজার উত্তর স্বামীর!প্রতীকী ছবি

Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো বাতাস, ভালো খাবার প্রয়োজন, ঠিক তেমনি হাসিও আপনাকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু মজার জোকস, যা পড়ার পর আপনি হাসবেন।

> বাবা ছেলের তল্লাশি করতে গিয়ে কোট থেকে সিগারেট আর মেয়েদের নাম্বার বের হলো।
 বাবা ছেলেক অনেক মারধর করে  জিজ্ঞেস করলেন কবে থেকে এসব চলছে? 
ছেলে- বাবা, এই কোটটা তোমার।

> বউ তার স্বামীকে বাপের বাড়ি থেকে ফোন করে  বলল- তোমাকে ছাড়া আমি থাকতে পারব না !
স্বামী- আরে পাগলি মেয়ে, তোমার যদি ZEE পছন্দ না হয়, তাহলে স্টার এবং সনি ট্রাই করো, তারাও ভালো চ্যানেল!

> প্রেমিক- তুমি গতকাল আমার সঙ্গে দেখা করতে এলে না কেন? 
প্রেমিকা- কারণ গতকাল আমাদের বাড়িতে  সুন্দর ট্রাজেডি ছিল। 
প্রেমিক - সুন্দর ট্রাজেডি মানে? 
প্রেমিকা- সুন্দরকাণ্ড
 প্রেমিকার মাথায় হাত দিয়ে বসে পড়ল!

> স্ত্রী- তুমি অনেক মোটা হয়ে গেছো।
 স্বামী- তুমিও এত মোটা হয়ে গেছো। 
স্ত্রী- আমি কিন্তু মা হতে চলেছি।
 স্বামী- তাহলে আমিও বাবা হতে যাচ্ছি! 

> কর্মচারী- স্যার, কয়েকদিনের ছুটি দরকার। 
বস- এক শর্তে ছুটি দেওয়া হবে। আমাকে বলুন 'কাট্টাপ্পা বাহুবলীকে কেন মেরেছে?'
 কর্মচারী- স্যার, বাহুবলী হয়তো কাটাপ্পাকে ছুটি দেয়নি। 
বস- কত দিনের ছুটি লাগবে?

> শিক্ষক (ছাত্রের প্রতি) – বলতো, সেমিস্টার পদ্ধতিতে কী লাভ? 
ছাত্র- লাভ জানিনা, কিন্তু অপমান বছরে দুবার হয়।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement

POST A COMMENT
Advertisement