Naughty Husband Jokes: স্ত্রীর ওজন কমাতে জবরদস্ত সমাধান দিলেন স্বামী, এই JOKES না পড়লেই বড় মিস!

Funny Jokes and Chutkule in Bengali: হাসি আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো রাখে। আজকের ব্যস্ততায় মানুষ হাসতেও ভুলে গেছে। তাই আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। যা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
স্ত্রীর ওজন কমাতে জবরদস্ত সমাধান দিলেন স্বামী, এই JOKES না পড়লেই বড় মিস!প্রতীকি ছবি

Funny Jokes in Bengali: স্ট্রেস ভরা লাইফস্টাইলে হাসি খুবই গুরুত্বপূর্ণ। হাসি-ঠাট্টা চলতে থাকলে জীবন অনেক সহজ মনে হয়। ব্যস্ততার মাঝেও আপনাকে হাসতে ও খুশি রাখতে আমরা নিয়ে এসেছি মজার জোকস। যা পড়লে আপনার মুখে হাসি ফুটবে।

> স্ত্রী- আমার ওজন কমবে কীভাবে? 
স্বামী- ঘাড় ডান থেকে বামে নাড়তে থাক। 
স্ত্রী - কখন? 
স্বামী- কেউ খাবার দিলে!

> স্বামী- আমার একজন বুঝদার মহিলাকে বিয়ে করা উচিত ছিল।
 স্ত্রী- একজন বুঝদার মহিলা তোমাকে কখনই বিয়ে করতে পারে না। 
স্বামী- আমি শুধু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম।

> বাবা- তুই কোথায়?
 চিন্টু- আমি হোস্টেলে পড়ছি, পরীক্ষা চলে এসেছে, তাই অনেক পড়াশুনা করতে হবে! 
তুমি কোথায়?
 বাবা- মদের দোকানে..তোর পিছনের লাইনে শেষে দাঁড়িয়েছি, একটা বোতল আমার জন্যও নিস।

> একবার একটা পিঁপড়ে হাতির পিঠে বসে কোথাও যাচ্ছিল, 
পথে একটা বাঁশের ব্রিজ এল , 
পিঁপড়ে জিজ্ঞেস করল- ভাই, এই ব্রিজটা পার হতে পারবে  নাকি আমি নামবো?

 > স্ত্রী- তোমার কোন ভদ্রতা নেই? 
আমি ঘন্টার পর ঘন্টা কথা বলছি আর তুমি হাই তুলছো।
 স্বামী- আমি হাই তুলছি  না, কথা বলার চেষ্টা করছি, 
কিন্তু তুমি  আমাকে কথা বলতে দিচ্ছ না।

> কেউ যদি ভোরবেলা ঘুম থেকে উঠতে না চায়, 
তাহলে একটা পদ্ধতি ট্রাই করে দেখুন, 
সে নিজে থেকেই উঠে যাবে, 
কানের কাছে গিয়ে আস্তে করে বলুন তোমার বাবা মোবাইল চেক করছেন।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement