Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> আমি ৩-৪টা সিঁড়ি লাফ দিয়ে ছাদে উঠছি
এমন সময় বৌদি বললেন- কোথায় যাচ্ছ?
আমি- পাখিকে খাবার দিতে।
বৌদি- তোমার পাখি সাতদিন হলো দিদার বাড়ি গেছে।
> গার্লফ্রেন্ড- সোনা আমার খুব মাথা ব্যাথা।
প্রেমিক মেয়েটির কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করল- এখন ঠিক আছে তো?
গার্লফ্রেন্ড- হ্যাঁ, এখন একদম পারফেক্ট।
পাশে দাঁড়িয়ে থাকা একজন ডাক্তার মনে মনে বিড়বিড় করে বলছে- আমার MBBS ডিগ্রির জন্য লজ্জা হচ্ছে।
> একজন ভিক্ষুক ১০০ টাকার নোট পেল,
সে একটি ফাইভ স্টার হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে নিল ,
১৫০০ টাকার বিল এল, সে ম্যানেজারকে বলল, টাকা নেই,
ম্যানেজার তাকে পুলিশের হাতে তুলে দিল,
ভিক্ষুক পুলিশকে ১০০ টাকার নোট দিল এবং ছাড়া পেয়ে গেল
একে বলা হয়... ভারতে MBA ছাড়া ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট।
> ছেলেটির কাছে মেয়েটির ফোন কল আসে
ছেলে- হ্যাঁ, কত টাকা রিচার্জ করতে হবে?
মেয়ে- তোমার কি মনে হয়, আমি প্রতিবার ফোন করি শুধু রিচার্জ করার জন্য?
ছেলে- তাহলে?
মেয়ে- আমাকে ২টো জামা কিনে দাও।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)