Latest Chutkule and Jokes In Bengai: হাসিখুশি থাকা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। সুখী হওয়া হতাশা বা মানসিক চাপের মতো রোগের থেকে দূরে রাখে। এ ছাড়া আশেপাশের পরিবেশও ইতিবাচক থাকে, যার কারণে অন্য মানুষও খুশি থাকে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার মজার কিছু জোকস।
> এখন সে দিন বেশি দূরে নয় যেদিন স্বামী-স্ত্রীর মধ্যে ডিজিটাল ঝগড়া হবে এরকম ভাবে,
বউ- জানিনা কোন সময়ে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেছিলাম,
স্বামী- আমার বুদ্ধির উপর পাথর পড়েছিল, যে তোমার ডিপিকে নাইস বলেছিল।
স্ত্রী- আমার আক্কেলের উপরও পর্দা পরেছিল, যে তোমার ছবিতে হ্যান্ডসাম কমেন্ট করেছিল।
স্বামী- তোমাকে ওই সময় আনফ্রেন্ড করলে ভালো হতো...
স্ত্রী- আমি যদি তোমাকে তখন ব্লক করতাম তাহলে আজ এই দিন দেখতে হত না।
> মহিলা- ডাক্তারবাবু, আমার স্বামী ঘুমের মধ্যে কথা বলা শুরু করেছেন! কি করব?
ডাক্তার- ওনাকে দিনে কথা বলার সুযোগ দিন!
> নিজের শরীরের দিকে তাকিয়ে দেহাতি বউ তার স্বামীকে বলল...
স্ত্রী- আগে আমার কোমরটা পেপসির বোতলের মত ছিল, শ্বশুর বাড়িতে আসার পর খারাপ হয়েছে... স্বামী- এখনো তোমার কোমর পেপসির বোতলের মতো আছে,
পার্থক্য এতটাই যে বোতল এখন ৩০০ মিলি নয়, ২ লিটারের।
> গার্লফ্রেন্ড - আমি তোমার জন্য আগুনে হাঁটতে পারি, নদীতে ঝাঁপ দিতে পারি।
য়ফ্রেন্ড - আমি তোমাকে অনেক ভালবাসি, তুমি কি আমার সাথে এখন দেখা করতে আসতে পারো।
গার্লফ্রেন্ড - তুমি কি পাগল, সূর্যের কী কড়া চাপ দেখেছো, আমি কালো হয়ে গেলে!
> এক চিকিৎসক বিয়ে করতে গিয়েছেন। তিনি খুব ভুলো মনের।
বিয়ের সময়ে পুরোহিত যখন মন্ত্র পড়াতে পড়াতে ওঁর হাতে হবু স্ত্রীর হাত তুলে দিলেন, উনি স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন,খুব উত্তেজিত মহিলা তো। তার পরে বললেন, জিভ দেখি।
> গোয়েন্দাপ্রধান: চোরাকারবারিদের অনুসরণ করে তুমি কি হোটেল সুপার স্টারে গিয়েছিলে?
গোয়েন্দা সহকারী: অবশ্যই, স্যার!
গোয়েন্দাপ্রধান: ওরা তোমাকে চিনে ফেলেনি তো?
গোয়েন্দা সহকারী: অসম্ভব, স্যার। আমি ছদ্মবেশ নিয়ে হোটেলের ভেতরে ঢুকে গেছি।
গোয়েন্দাপ্রধান: কীসের ছদ্মবেশে গিয়েছিলে?
গোয়েন্দা সহকারী: স্যার, ভিক্ষুকের ছদ্মবেশে।
গোয়েন্দাপ্রধান: কী! হোটেল সুপার স্টারের মতো একটা জায়গায় তুমি ভিক্ষুকের ছদ্মবেশে গিয়েছ? তোমাকে তো ভেতরে ঢুকতেই দেওয়ার কথা না!
গোয়েন্দা সহকারী: হা হা! স্যার কি আমাকে অত বোকা ভেবেছেন? জানতাম, ঢুকতে দেবে না। সে জন্য আগে থেকেই গলায় পরিচয়পত্রটা ঝুলিয়ে রেখেছিলাম!
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)