JOKES: ভারতের সবচেয়ে বিপজ্জনক নদী কোনটি? ছাত্রের উত্তরে এক্কেবারে 'ভ্যাবাচাকা' শিক্ষক!

Funny Jokes In Bengali: হাসি মেজাজ সতেজ থাকার পাশাপাশি ব্যক্তিকে মানসিকভাবে সুস্থ রাখে। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ভাইরাল হওয়া বাংলা জোকস , যা একা পড়েও আপনি হাসবেন।

Advertisement
JOKES: ভারতের সবচেয়ে বিপজ্জনক নদী কোনটি? ছাত্রের উত্তরে এক্কেবারে  'ভ্যাবাচাকা' শিক্ষক!JOKES

Hasir Jokes: হাসি মানুষকে  সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন নিয়মিত হাসলে শারীরিক ও মানসিক কোনো রোগই আপনার চারপাশে বাসা বাঁধে না। এই কারণেই চিকিত্সকরা প্রতিদিনের রুটিন ব্যায়ামের পাশাপাশি হাসতেও পরামর্শ দেন।

> চিন্টু মেয়ে দেখতে গিয়ে বলল- খুব গরম লাগছে। 
মেয়ের বাবা বললেন- বাবা তুমি মদ খাও?
 চিন্টু: পরে খাব, এখন কোল্ড ড্রিংক অর্ডার করুন,
 এই কথাতেই বিয়ে বাতিল হয়ে গেল!

> স্ত্রী- চল আজ একটা খেলা খেলি। 
স্বামী- ঠিক আছে?
 বউ- আমি যখন রঙের নাম নেব তখন তুমি বাম দেয়াল স্পর্শ করবে,
  আর আমি যখন ফলের নাম নেব তখন ডান দেয়াল স্পর্শ করবে।
 স্বামী- আমি জিতলে কি হবে? 
স্ত্রী - যে হেরে যাবে সে বিজয়ীর সব কিছু মেনে চলবে এবং তাও সারাজীবন।
 স্বামী (খুশি হয়ে) - এই খেলায় আমি জিতব, চলো খেলি।
 স্ত্রী- ঠিক আছে তাহলে শুরু করি, 'কমলা'।
 এখন বেচারা স্বামী তিনদিন ধরে ভাবছে বউ রঙের কথা বলেছে নাকি ফল।

> শিক্ষক- ভারতের সবচেয়ে বিপজ্জনক নদী কোনটি?
 ছাত্র-অনুভূতি, 
শিক্ষক-কীভাবে? 
ছাত্র- কারণ এতে সবাই ভেসে যায়!

> বাবা-  একটা সিগারেটের প্যাকেট নিয়ে এসো, 
চেক করে নিয়ে এসো।
 কিছুক্ষণ পর 
ছেলে- এই নাও বাবা। 
বাবা- এতে একটা কম কেন? 
ছেলে- আমি যাচাই করে নিয়ে এসেছি, সেজন্য।

 > শিক্ষকঃ শান্তি কার বাড়িতে থাকে? 
ছাত্র- স্বামী-স্ত্রী যে বাড়িতে সারাদিন মোবাইল চালায়!

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement