Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।
>শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন। এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন-
শিক্ষক: বল তো, কোন প্রাণীর দুধ সবচেয়ে পুষ্টিকর?
ছাত্র: স্যার গরুর দুধ!
শিক্ষক: আরে না, অন্য কোনো প্রাণীর নাম বল।
ছাত্র: তাহলে... অন্য গরুর দুধ!
> স্ত্রী: পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে, তেমনটা যদি বিয়ের পরেও করতো, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!
আইনজীবী: ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে, তা যদি বিয়ের আগে করতো, তাহলে অর্ধেক বিয়েই হতো না!
> একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো—
ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।
> বউ- আমি তোমাকে ছেড়ে দিলে তুমি কী করবে?
স্বামী- আমি পাগল হয়ে যাব।
স্ত্রী- মানে তুমি দ্বিতীয় বিয়ে করবে না?
স্বামী- পাগল যা কিছু করতে পারে।
> টিটু- স্টেশনে যেতে কত টাকা লাগবে?
রিকশাওয়ালা - ৫০
টিটু - ২০ নাও...
রিকশাওয়ালা - ২০ তে কে নেবে?
টিটু- তুমি পিছনে বসো, আমি তোমাকে নিয়ে যাব।
> মিঙ্কি- মা, জীবনে এগিয়ে যেতে কী করতে হবে?
মা (রেগে গিয়ে) - পাথর নাও, সবার আগে মোবাইলটা ভাঙো।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)