JOKES: 'ঠিক অন্য মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে', বরকে নিয়ে বৌমার এমন সন্দেহে গুগলি জবাব শাশুড়ির

Bengali Jokes: আপনি যখন খুশি এবং টেনশন মুক্ত থাকেন, তখন আপনার মুখ উজ্জ্বল হয়। হালকা হাসি কারো সৌন্দর্য বাড়িয়ে দেয়। সেজন্যই হাসি সব দিক দিয়েই প্রয়োজনীয় এবং উপকারী। আমরা আপনার জন্য জোকসের ভান্ডার নিয়ে এসেছি, যা পড়ে আপনার মেজাজ সতেজ হবে।

Advertisement
JOKES: 'ঠিক অন্য মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে', বরকে নিয়ে বৌমার এমন সন্দেহে গুগলি জবাব শাশুড়িরপ্রতীকী ছবি

Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।


>পুত্রবধূ- মা, উনি এখনো আসেননি, 
 অন্য কোনো মেয়ের সঙ্গে নেইতো! 
শাশুড়ি- আরে সব সময় ভুল ভাবো কেন? 
এমনও হতে পারে  ট্রাকের নীচে চলে গেছে।


>ডাক্তার- আপনি আসতে দেরি করে ফেলেছেন। 
গোলু- কী হয়েছে ডাক্তারবাবু, আর কত সময় বাকি আছে আমার? 
ডাক্তার - আপনি মরছেন না, অ্যাপয়েন্টমেন্ট ছিল ৬টায়, আপনি এসেছেন ৭টায়।


> একটা সময় ছিল যখন মানুষ তাদের বাড়ির দরজায় লিখত - 'অতিথি দেবো ভব', 
তারপর লিখত - শুভ লাভ, 
তারপর লিখত - ইউ আর ওয়েলকাম, 
আর  এখন  লেখে- কুকুর থেকে সাবধান।


>বাবা- খোকা, আমার জন্য ১ গ্লাস জল নিয়ে এসো, 
প্রথম ছেলে- আমি আনবো না, 
২য় ছেলে- ছেড়ে দাও বাবা, ও এমনিতেই বখাটে, 
তুমি নিজেই নিয়ে নাও, আর আমার জন্যও ১ গ্লাস নিয়ে আসো।

> যুবক- বন্ধু, ওই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও, 
বন্ধু- কেন? 
যুবক- যখন থেকে বলেছি, দিল চির কে দেখ তেরা হি নাম হো গা, 
ওই পাগলি ছুরি নিয়ে পিছু নিয়েছে।

> মদ খেতে খেতে ভোলু কাঁদতে লাগলো। 
বন্ধু- কী হয়েছে কাঁদছো কেন? 
ভোলু- বন্ধু , মেয়েটার নাম মনে করতে পারছি না 
যাকে ভুলতে মদ্যপান করছিলাম ।

> পালস পোলিও টিম বাড়িতে এসেছে... 
চিকু - বন্দুক আর কার্তুজ কই? 
শুনে দলটা পালাতে গেল... 
পিছন থেকে চিকু ডাকলেন, 
দাঁড়াও, দাঁড়াও, 
এইসব আমাদের বাচ্চাদের নাম।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement

POST A COMMENT
Advertisement