Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> এক লোক তার স্ত্রীকে ইংরেজি শিখতে বলেছে।
স্ত্রীও ইংরেজি শেখার জন্য চেষ্টা করছে।
একদিন দুপুর বেলা সে তার স্বামীকে ভাত খেতে দিয়ে বলল-
স্ত্রী: এই নাও তোমার ডিনার।
স্বামী: তুমি একটা গাধা। এখন দুপুর আর এটাকে ডিনার বলে না, বলে লাঞ্চ।
স্ত্রী: তুমি গাধা, তোমার চোদ্দগুষ্টি গাধা। এগুলো গতরাতের বাসি ভাত দিয়েছি। তাই এটা ডিনার, এবার বুঝলে?
> এক ভদ্রমহিলা ভীষণ রেগেমেগে খেলনার দোকানে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসা খেলনাটি ফেরত দিয়ে বললেন-
ভদ্রমহিলা: আমার টাকা ফেরত দিন! নিয়ে যান এই খেলনা।
বিক্রেতা: কেন, কী হয়েছে? এটা তো খুবই ভালো খেলনা। এই খেলনা ভাঙা অসম্ভব।
ভদ্রমহিলা: এটা ভাঙে না কিন্তু এই খেলনা দিয়ে পিটিয়ে আমার ছেলে বাড়ির অন্য সব খেলনা ভেঙে ফেলেছে।
> মনোবিজ্ঞানের ক্লাস চলছে। শিক্ষক বললেন, ‘ধরো, একটি লোক কিছুক্ষণ চুপচাপ চেয়ারে বসে থাকেন। হঠাৎ লাফিয়ে উঠে চিৎকার-চেঁচামেচি করেন, লাফালাফি করেন, হাত-পা ছোড়াছুড়ি করেন। কিছুক্ষণ পর আবার বসে পড়েন। এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মন্তব্য কী?’
ক্লাসের সবচেয়ে পেছন থেকে এক ছাত্র দাঁড়িয়ে বলল, ‘স্যার, তিনি নিশ্চয়ই একজন ফুটবল কোচ হবেন।’
> বাবুল রাতের বেলা বাড়ি ফিরছে।
রাস্তায় একটা ঢাকনা ছাড়া ম্যানহোল ছিল।
অন্ধকারে দেখতে না পাওয়ায় বাবুল সেই ম্যানহোলে পড়ে গেল।
তারপর বেশ অনেকক্ষণ চেষ্টা করে নোংরা মাখা গায়ে উপরে উঠে এলো।
উপরে এসে নিজেই নিজেকে বলল, ‘ভাগ্যিস, ঢাকনাটা খোলা ছিল বলে উঠতে পারলাম। না হলে তো সারারাতই ম্যানহোলের ভেতরে কাটাতে হতো।
> পরিচিত রেস্টুরেন্টে খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বলল-
খদ্দের: তোমাদের আগের বাবুর্চিটা মারা গেছে, তাই না?
ওয়েটার: আপনি কী করে জানলেন, স্যার? খাবার কি খারাপ হয়েছে?
খদ্দের: না, খাবার ঠিকই আছে। তবে আগে সাদা চুল পেতাম, ইদানীং কালো চুল পাচ্ছি।
> একদিন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন—
শিক্ষক: আচ্ছা, বলতে পারো দুধের সঙ্গে বিড়ালের কোনখানে মিল আছে?
ছাত্র: স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন।
শিক্ষক: তাহলে বলো।
ছাত্র: স্যার, দুটো থেকেই ‘ছানা’ পাওয়া যায়।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)