Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> পল্টু: কিরে! আজকে তো স্বাধীনতা দিবস না। ফেসবুক প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি দিলি আবার ক্যাপশনে লিখলি - স্বাধীন হলাম। মানে কি?
বল্টু: ঠিক তাই তো। আজ সকালে চারদিরে জন্য বউ তার বাপের বাড়ি গেছে। সেটা ফেসবুকে প্রকাশ করব না?
> আগামী ম্যাচ হচ্ছে টিমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তাই দলের অন্যতম ফাস্ট বোলার পুরো সপ্তাহ ধরে কঠিন পরিশ্রম করলেন।
পুরো সপ্তাহ তিনি নেটে অনুশীলন করে কাটালেন।
সবশেষে ম্যাচের আগের দিন মাঠে প্রাকটিসের এক ফাঁকে কোচকে জিজ্ঞেস করলেন-
বোলার: কোনো পার্থক্য কি চোখে পড়ছে?
কোচ: হ্যাঁ, তোমার চুল কাটানোটা ভালো হয়েছে।
> শাশুড়ি: বউমা, তুমি রান্না করতে জানো না। এটা বিয়ের আগে বলনি কেন?
বউমা: সারপ্রাইজ দেব বলে বলিনি মা।
> বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য একজন ভালো অঙ্কের টিউটর রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
> স্ত্রী: বাপের বাড়ি থেকে সাত দিন পর ফিরলাম। তোমার কি আমাকে কিছুই বলার নেই? গত ক’দিনে আমাকে বলার মতো কোনো কথাই জমা নেই?
স্বামী: অবশ্যই আছে। অনেক জমে আছে।
স্ত্রী: তাহলে বলো।
স্বামী: একদিন শান্তিতে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
> বৃদ্ধ দম্পতি গল্প করছেন। হঠাৎ বৃদ্ধ বৃদ্ধাকে বললেন-
বৃদ্ধ: আজ একটা আইসক্রিম নিয়ে আসো তো। আর কাগজে লিখে নিয়ে যাও। তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।
বৃদ্ধা: তোমার মত এত তাড়াতাড়ি আমি ভুলি না।
এ কথা বলে বৃদ্ধা চলে গেলেন। দীর্ঘ দুই ঘণ্টা পর তিনি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন। তা দেখে বৃদ্ধ রেগে বললেন-
বৃদ্ধ: বারবার বললাম লিখে নিয়ে যাও। চাইলাম নুডলস আর আনছো পাউরুটি।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)