Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> ছেলে: মা, শুনলাম প্রেম নামে না-কি একটা ভাইরাস বের হয়েছে!
মা: হুম, জানি, তো?
ছেলে: ওই ভাইরাস না-কি সব ছেলেকেই আক্রমণ করছে!
মা: ওইসব নিয়ে চিন্তা করিস না বাবা, আমার কাছেও জুতো আছে। শুনেছি এটা না-কি অ্যান্টি-ভাইরাসের কাজ করে।
> স্ত্রী: পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে; তেমনটা যদি বিয়ের পরেও করতো, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!
উকিল: ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে; তা যদি বিয়ের আগে করতো, তাহলে অর্ধেক বিয়েই হতো না!
> মন্টু: এই বিজলি, তোমার নামটা কোথায় লিখি বলো তো? হাতে না-কি বুকে?
বিজলি: এসব জায়গায় লিখে কী হবে জান?
মন্টু: কেন?
বিজলি: যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে সম্পত্তির দলিলে আমার নামটা লেখো।
> পল্টু: ২০২৩ সাল তোকে কি দিল রে?
বল্টু: একটা ভুড়ি আর ১০ কেজি ওজন।
> বল্টুর চোখ কালো, নাক লাল আর কপাল ফোলা আর মাটি লাগানো।
স্ত্রীর জুতো কিনতে বাজারে গেছে বল্টু।
বল্টু: ভাই, এক জোড়া লেডিস চপ্পল দেন তো। একটু নরম আর তুলতুলে দেখে দেবেন।
দোকানি:হ্যাঁ ভাই, তা আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। বলতে হবে না। এই জোড়া নেন। এবার থেকে চোখ লাল হবে না। কপালে জাস্ট মাটিই লাগবে।
> এক রাতে বল্টুর ঘরে চোর ঢুকল।
টের পেয়ে বল্টুর বউ বলছে-
বউ: এই তাড়াতাড়ি নিচে এসো।
বল্টু: কেন?
বউ: একটা চোর ঘরে ঢুকেছে। হায় হায়! তোমার জন্য যে কেকটা বানাইছি, সেটা খেয়ে ফেলছে! তাড়াতাড়ি আসো!
বল্টু: এখন আমি কী করব? পুলিশ ডাকব না-কি অ্যাম্বুলেন্স ডাকব?
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)