scorecardresearch
 

Special Jokes: হীরের নেকলেসের স্বপ্ন দেখলেন বউ, স্বামী দিলেন জব্বর উত্তর! বিবাহিতরা জেনে রাখুন

Top Jokes: হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মানসিক চাপের কারণে আজকাল সবাই কোনো না কোনো রোগে ভুগছে। এমন অবস্থায় হাসতে থাকা ওষুধের মতো কাজ করে।

Advertisement
Special Jokes Special Jokes

Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন  তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...


> ছক্কু মানুষটা একটু বোকা ধরনের। তবে তিনি পেশায় আবার একজন ডাকাত। 
একবার ডাকাতি করতে গিয়ে ধরে পড়লেন। কিন্তু তার উকিল খুবই চালাক। তিনি বিচারককে বলছেন—
উকিল: মাননীয় বিচারক, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেলছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতঃএব, তাকে বেকসুর খালাস দেওয়া হোক।
বিচারক: ছক্কু, আপনার কিছু বলার আছে?
ছক্কু: বেকসুর খালাস পেলে কি আমাকে ব্যাঙ্কের  টাকাগুলোও ফেরত দিতে হবে?

> এক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল।
 তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলোতে না পেরে শেষটায় ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন।
 ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। 
একবার তার একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তার ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছে?
ছেলে বললো, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন, বাবা?

আরও পড়ুন

> এক কৃপণ গিয়েছে চিরুনি কিনতে—
কৃপণ: দাদা, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গিয়েছে।
দোকানদার: একটা কাঁটা ভেঙে গিয়েছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁচড়ে নেওয়া যায়।
কৃপণ: না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!

Advertisement

> বল্টু: তোর মেয়ের বিয়ের তারিখ পাকা হয়েছিল না দুই বছর আগে?
পল্টু: ঠিক।
বল্টু: তো এখনো বিয়েটা হচ্ছে না কেন?
সেন্টু: কী করবো বন্ধু, জামাই তো পেয়েছি আইনজীবী!
বল্টু: আইনজীবী তো সমস্যাটা কী?
পল্টু: সমস্যা একটাই- বার বার খালি নতুন তারিখ চায়...

> স্ত্রী: স্বপ্নে দেখলাম- ওই হীরার নেকলেসটা তুমি কিনে দিচ্ছো আমাকে।
স্বামী: আমিও একই স্বপ্ন দেখলাম। তবে আমার স্বপ্নটা একটু লম্বা ছিল।
স্ত্রী: সো নাইস! তুমি কী দেখলে পরে?
স্বামী: আমি বিল দিতে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে তোমার বাবা আমার হাত চেপে ধরলেন। বললেন, ‘না, জামাই। বিলটা আমাকেই দিতে দাও’।

> সাংবাদিক: আপনার বইয়ের বিক্রি কেমন?
লেখক: একটি মাত্র বানান ভুলের কারণে সারাদিনে ১ হাজারের জায়গায় ১ লাখ বই বিক্রি হয়েছে! ভাবা যায়!
সাংবাদিক: বইটির নাম কী ছিল?
লেখক: ‘হাউ টু চেঞ্জ ইউর লাইফ?’ কিন্তু, ভুলবশত লেখা হয়েছিল ‘হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ?’

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement