Jokes In Bengali: হাসি মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
> সুভাষ প্রায়ই তার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে যান।
তাই বস বললেন, ‘পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, তাহলে দেওয়ার দরকার কী?’
তবু তিনি পাসওয়ার্ড দেবেনই। তারপর বস তাকে বললেন, ‘একটা ছোট ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখে রাখুন।’
বুদ্ধিটা তার বেশ পছন্দ হলো। পরদিন তিনি আবার পাসওয়ার্ড ভুলে গেলেন।
তাকে ডায়েরির কথা মনে করিয়ে দিতেই করুণ মুখে বললেন, ‘যে ডায়েরিতে পাসওয়ার্ডটা লিখেছি, সেটা আনতে ভুলে গেছি।’
> এক রাতে পথ চলতে গিয়ে ধাক্কা খেল অন্ধ খরগোশ আর অন্ধ অজগর।
খরগোশের শরীর স্পর্শ করে অজগর বলল, ‘নরম, কোমল লোম গায়ে, লম্বা কান... খরগোশ না-কি?’
খরগোশ এবার অজগরের শরীর স্পর্শ করে বলল, ‘ঠান্ডা ও পিচ্ছিল শরীর, একটাও কান নেই... সাউন্ড ইঞ্জিনিয়ার না-কি?’
> আগামী ম্যাচ হচ্ছে টিমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই দলের অন্যতম ফাস্ট বোলার পুরো সপ্তাহ ধরে কঠিন পরিশ্রম করলেন।
পুরো সপ্তাহ তিনি নেটে অনুশীলন করে কাটালেন। সবশেষে ম্যাচের আগের দিন মাঠে প্রাকটিসের এক ফাঁকে কোচকে জিজ্ঞেস করলেন-
বোলার: কোনো পার্থক্য কি চোখে পড়ছে?
কোচ: হ্যাঁ, তোমার চুল কাটানোটা ভালো হয়েছে।
> বাবা: আজ স্কুলের টিচার কী বললেন?
বাবলু: বললেন তোমার জন্য একজন ভালো অঙ্কের টিউটর রাখতে।
বাবা: মানে?
বাবলু: মানে, তুমি হোমওয়ার্কের যে অঙ্কগুলো করে দিয়েছিলে সব ভুল ছিল।
> বাজারে ডিম কিনতে গেলেন ছয় ফুটের বেশি লম্বা লোক।
বাজারের এক কোণায় ঝুড়ি নিয়ে বসেছেন ডিমওয়ালা। ভদ্রলোক ডিমওয়ালার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন-
ভদ্রলোক: ডিমের ডজন কত টাকা?
ডিমওয়ালা: ডজন ১৮০ টাকা।
ভদ্রলোক: বলো কী! এত ছোট ছোট ডিম ১৮০ টাকা! একটু বেশি হয়ে যাচ্ছে না?
ডিমওয়ালা: স্যার, অত উঁচু থেকে দেখলে তো ছোটই মনে হবে। একটু বসে দেখুন।
> রাজিবের উচ্চতা পাঁচ ফুট। সে গেছে পাত্রী দেখতে।
পাত্রীর বাবা জিজ্ঞেস করলেন-
পাত্রীর বাবা: বাবা, তোমার উচ্চতা কত?
রাজিব: পাঁচ ফুট ১০ ইঞ্চি।
ছেলের মা: চুপ কর গাধা, এটা ফেসবুক না।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)