31st Special Jokes: স্বামীরা হলেন সিনেমার মতো! দারুণ হাসির এই JOKES পড়তেই হবে

Bengali Jokes: হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকের ব্যস্ত সময়সূচীতে, লোকেরা হাসতেও ভুলে যায়, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

Advertisement
31st Special Jokes: স্বামীরা হলেন সিনেমার মতো! দারুণ হাসির এই JOKES পড়তেই হবেBengali Jokes

 Jokes In Bengali: হাসি  মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। এই কারণেই আমাদের খুশি থাকা  গুরুত্বপূর্ণ। তবে আজকের ব্যস্ত জীবনে আমরা এমন মুহূর্ত খুব কমই পাই যেখানে আমরা মন খুলে হাসতে পারি। আপনাকে হাসাতে আমরা নিয়ে এসেছি মজার জোকস, যা পড়ার পরে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণ করতে পারবেন না।


> প্রশ্নকর্তা: ব্যাচেলর ও সুখী দম্পতির মধ্যে পার্থক্য কী?
প্রার্থী: ব্যাচেলর অবস্থায় দেখবেন সুখী দম্পতির ছড়াছড়ি। আর বিয়ের পর চোখে পড়বে সুখী ব্যাচেলরদের আনন্দ-উচ্ছ্বাস।
প্রশ্নকর্তা: তাহলে বেইজ্জতি আর স্ত্রীর মধ্যে সম্পর্ক কী?
প্রার্থী: দুটোই এক আজব জিনিস, অন্যের হলে ভালো লাগে!

> ১ম বন্ধু: আর বলিস না, আমরা স্বামীরা হচ্ছি সিনেমার মতো।
২য় বন্ধু: যেমন?
১ম বন্ধু: আমাদের একজন প্রযোজনা করেন আরেকজন পরিচালনা করেন।
২য় বন্ধু: খুলে বলো বন্ধু।
১ম বন্ধু: এ ক্ষেত্রে প্রযোজক হচ্ছেন আমার মা আর পরিচালক হচ্ছেন আমার স্ত্রী।

> মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে আমার পরিবারের ধারে-কাছে নেই নাসা। 
যেমন- শিশুকালেই মা আমাকে তার ভাই চাঁদের (চাঁদ মামার) সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং হরদম চাঁদের টুকরো বলে ঘোষণা করতেন।
এরপর বড় হতেই বাবার এক চড়ে চোখে সর্ষেফুল মানে চাঁদ-তারা, সৌরজগৎ সব দেখে ফেলি।
 বিয়ের পর তো বউ দিনে-দুপুরে আমাকে তারকা, ধূমকেতু দেখিয়ে ছাড়ছে। 
সন্তানদের কেউ কেউ তো বড় হয়ে আমাকে ব্ল্যাকহোল ভ্রমণ না করিয়ে ছাড়বে না।

> গভীর রাতে বাবু আর ডাবু নামের দুই মাতাল রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছে-
বাবু: হায় ভগবান! জীবনে এত বড় লম্বা সিঁড়ি আর টপকাইনি। শেষই হচ্ছে না...
ডাবু: আরে সিঁড়ির কথা বাদ দে! আমি চিন্তা করছি রেলিংগুলো এত নীচে দিলো কেন? কত ঝুঁকছি তাও হাতের নাগালই পাই না!

> একদিন একটি আন্ডারওয়্যার কিনতে গেছে নান্টু-
বিক্রেতা: এ ডিজাইনটা নিন স্যার! রংটা চমৎকার আর পরেও আরাম পাবেন।
নান্টু: দাম কতো এটার?
বিক্রেতা: ৬০০ টাকা স্যার।
নান্টু: পার্টিতে পরার আন্ডারওয়্যার দরকার নেই আমার। প্রতিদিন ব্যবহারের জন্য কম দামের আন্ডারওয়্যার দেখাও...

Advertisement

> যৌতুকবিরোধী অনুষ্ঠানে বক্তা বলছেন, ‘এক অর্থে দেশের সব পরিবারই যৌতুকবিরোধী।’
 এমন সময় দুষ্টু ছেলেটা দাঁড়িয়ে বলল, ‘তবে তারা যৌতুক দেয়ার বিরুদ্ধে, নেয়ার বিরুদ্ধে না।’

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement