Bengali Funny Jokes: হোটেলে ফ্রি খাওয়ার কৌশল জানেন? পড়লেই হাসবেন, গ্যারান্টি!

Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
Bengali Funny Jokes: হোটেলে ফ্রি খাওয়ার কৌশল জানেন? পড়লেই হাসবেন, গ্যারান্টি!Bengali Funny Jokes

JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের  থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।

> রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল।
এটা দেখে রঞ্জুর স্ত্রী বললো, ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
রঞ্জু: বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!
রঞ্জুর স্ত্রীর: আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

> হোটেল থেকে খাবার খেয়ে এক লোক বেরিয়ে যাচ্ছে। আর এক লোক তখন ম্যানেজারকে একটা বিশ টাকার নোট দিয়ে বিল মিটাচ্ছিল। নোটটার কোনায় একটা লাল দাগ আছে এটা প্রথম লোকটি লক্ষ করল। তারপর মৌরি চিবাতে-চিবাতে সে বেরিয়ে যাবার উপক্রম করল।
ম্যানেজার ডেকে বলল, এই যে দাদা, বিল দিয়ে যান।
লোকটি: বিল তো দিয়েছি। দেখুন ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট আছে। ম্যানেজার ড্রয়ার খুলে দেখল সত্যি তাই ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট। ভাবল হয়তো তার ভুল হয়েছে।
তখন বর্ষাকাল। কাউন্টারের পাশে ম্যানেজারের একটা ছাতা রাখা ছিল। লোকটি আরও খানিকটা মৌরি মুখে দিয়ে ছাতাটা হাতে নিয়ে ম্যানেজারের উদ্দেশ্যে বললো, ‘এখন বলুন যে এই ছাতাটাও আপনার।’

> দীর্ঘ ২৪ বছর ধরে সংসার করার পরে স্বামী-স্ত্রীর কথোপকথোন—
স্ত্রী: সুইটহার্ট! আমাদের ২৫তম বিবাহবার্ষিকীতে তুমি আমার জন্য কী করবে?
স্বামী: তোমাকে আমি নিঝুম দ্বীপে নিয়ে যাব! সেখানে চারিদিকে শুধু নীল সমুদ্র। আশেপাশে লোকজন তেমন চোখে পড়ে না।
স্ত্রী: আহ! কী মজার হবে! আর ৫০তম বার্ষিকীতে?
স্বামী: তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনবো!

> হাসপাতালে অপারেশন থিয়েটার প্রস্তুত। যার অপারেশন হবে সেই ব্যক্তিকে চিকিৎসক জিজ্ঞেস করলেন—
চিকিৎসক: আপনার বয়স কত?
রোগী: ২৮ বছর
চিকিৎসক: ডাক্তারের কাছে বয়স লুকোতে নেই।
রোগী: ৩২ বছর।
চিকিৎসক: অ্যানেসথেসিয়ার জন্যে প্রকৃত বয়স জানা খুবই জরুরি! না হলে পরে সমস্যা হবে আপনার।
রোগী: ৩৭ বছর সর্বোচ্চ।
চিকিৎসক: বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে আপনি ব্যথা পাবেন। বেশি হলে কিডনি আক্রান্ত হতে পারে।
রোগী: ৪২ বছরের একটুও বেশি না ডাক্তার।
চিকিৎসক: আমার সন্দেহ হচ্ছে, আরেক বার ভেবে বলুন, প্লিজ!
রোগী: বিশ্বাস করুন, ৪৮ বছর! এবার মরে গেলে যাব, কিন্তু আর একদিনও বাড়াতে পারব না।

Advertisement

> স্ত্রী: ওগো জানো, আজ একটি বিশেষ দিন?
স্বামী: কীসের বিশেষ দিন?
স্ত্রী: আজ আমাদের ১০ম বিবাহবার্ষিকী। তাই তুমি আজ ১০টা মুরগি এনো, জমিয়ে পার্টি দেব।
স্বামী: দুঃখিত, ১০ বছর আগে করা আমার একটা ভুলের জন্য এত টাকা খরচ করতে পারব না?

> ছেলে: বাবা, বাবা! ভাই না একটা পোকা খেয়ে ফেলেছে।
বাবা: কী বলিস? সর্বনাশ হয়ে গেছে!
ছেলে: ভয় পেয়ো না বাবা। আমি সঙ্গে সঙ্গে ভাইযকে পোকা  মারার বিষ খাইয়ে দিয়েছি।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement