Hasir Jokes: আমাকে বাছুর বলবেন স্যার! ছাত্র-শিক্ষকের এই JOKES একদম মিস করবেন না

Top Jokes: হাসি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মানসিক চাপের কারণে আজকাল সবাই কোনো না কোনো রোগে ভুগছে। এমন অবস্থায় হাসতে থাকা ওষুধের মতো কাজ করে।

Advertisement
Hasir Jokes: আমাকে বাছুর বলবেন স্যার! ছাত্র-শিক্ষকের এই JOKES একদম মিস করবেন নাHasir Jokes

Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন  তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...

> উকিল: আপনি আপনার ভাইদের বিরুদ্ধে মামলা করতে চাইছেন কেন?
বাদী: স্যার আমার বড় ভাই তার ঘরে তিনটা ছাগল পালে, মেজো ভাই তার ঘরে ২টা গরু পালে, সেজো ভাই পালে চার ভেড়া… গন্ধে টিকতে পারি না।
উকিল: আপনার ঘরের জানালা খুলে রাখলেই পারেন।
বাদী: পাগল হয়েছেন। জানালা খুলি আর আমার পালা বাদুড়গুলো সব উড়ে যাক।

 > শিক্ষক: পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?
ছাত্র: জানি না, স্যার।
শিক্ষক: তুই একটা আস্ত গরু।
ছাত্র: স্যার, আমি তো এখনও ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।

 > পরিচিত রেস্তরাঁয় খাওয়া শেষে খদ্দের ওয়েটারকে ডেকে বললেন, ‘আপনাদের আগের রাঁধুনি চাকরি ছেড়ে দিয়েছেন, তাই না?’
ওয়েটার অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আপনি কি করে জানলেন, স্যার? খাবার কি খারাপ হয়েছে?’
খদ্দের জবাব দেন, ‘না… খাবার ঠিকই আছে… তবে আগে সাদা চুল পেতাম, ইদানীং কালো চুল পাচ্ছি।’

 > ভোলাবাবু রাতে বেঘোরে ঘুমোচ্ছেন এমন সময় স্ত্রীর ভীষণ ডাকাডাকিতে ধড়মড়িয়ে উঠলেন।
বললেনঃ কr হয়েছে, বেশ তো ঘুমোচ্ছিলাম,আবার ডাকাডাকি কেন?
স্ত্রীঃ কেন আবার তোমাকে যে ঘুমের ওষুধ দেওয়া হয়নি!

 > দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
প্রথম বন্ধু: জানিস, আমার আর তমার বিয়ে হয়ে গেছে।
দ্বিতীয় বন্ধু: তাই নাকি রে! আগে তো বলিসনি। এত দিন প্রেম করলি। তা কবে তোদের বিয়ে হলো?
প্রথম বন্ধু: আমার বিয়েটা হয়েছে এ মাসের ১৬ তারিখ। আর তমার ২৫ তারিখ।

Advertisement

 > বাঘ বাঘিনীকে KISS করতে চাচ্ছিলো...
বাঘিনী অতি সন্তর্পনে এদিক ওদিক তাকাচ্ছিলো ..
বাঘ জিজ্ঞেস করলো : কী খুঁজছ?
বাঘিনী : দেখছি, Discovery Channel আছে কিনা ; ব্যাটারা একটুও Privacy রাখেনি।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement