Viral Jokes: স্ত্রীর মুখে ঢুকেছে মশা, স্বামীর সমাধান শুনলে পিলে চমকাবে!

Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
Viral Jokes: স্ত্রীর মুখে ঢুকেছে মশা, স্বামীর সমাধান শুনলে পিলে চমকাবে!প্রতীকী ছবি

JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের  থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।

> স্ত্রী- শোন, আমার মুখে মশা ঢুকেছে, এখন কী করব? 
স্বামী- আরে অল আউট খেয়ে নাও। 
ছয় সেকেন্ডের মধ্যে কাজ শুরু করবে।

> গতকাল পিংকি প্রতিবেশীর কাছ থেকে  মিক্সি চেয়েছিল। 
প্রতিবেশী - এখানে এসে এটি ব্যবহার করুন। 
পরের দিন একই প্রতিবেশী বলল, 
তোমার ঝাটাটা একটু দেবে
 পিংকি- তুমি এখানে এসে ব্যবহার কর।

> চিন্টু আর মিন্টু কথা বলছে 
চিন্টু - বন্ধু কাল রাতে দেড়ি করে বাড়ি পৌঁছই, ডোরবেল বাজলো কিন্তু বউ দরজা খুললো না! 
 সারা রাত রাস্তায় কাটিয়ে দিলমা
মিন্টু- তারপর সকালে বউয়ের খবর নিয়েছ নাকি? 
চিন্টু- না বন্ধু, সকালে যখন নেশা ছাড়ল  মনে পড়ল, আমি এখনো বিয়ে করিনি, 
আর চাবিটা আমার পকেটে ছিল। 

>শিক্ষিকা- যদি কখনো স্কুলের সামনে বোমা দেখা যায়, তাহলে বাচ্চারা কী করবে... 
মোলু- কিছুক্ষণ দেখব তারপর ম্যাডাম ... 
তুলে নিয়ে স্টাফ রুমে রাখব.. 
এই উত্তরের পর ক্লাসে দীর্ঘ নীরবতা নেমে আসে।

> কর্মচারী- স্যার, আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করিনি, তবুও আমি ২০০ টাকা ভর্তুকি পেয়েছি। 
বস- এটা ভর্তুকি নয়, আপনার ইনক্রিমেন্ট। 

 > স্বামী - তোমাকে বিয়ে করে একটা লাভ পেয়েছি 
বউ - কী লাভ? 
স্বামী- এই জন্মেই আমার পাপের শাস্তি পেয়ে গেলাম।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement