Love Jokes: ভালবাসার ওজন কত? প্রেমিকের দেওয়া যুক্তিতে জ্ঞান হারালেন প্রেমিকা!

Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
 Love Jokes: ভালবাসার ওজন কত? প্রেমিকের দেওয়া যুক্তিতে জ্ঞান হারালেন প্রেমিকা!প্রতীকী ছবি

JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের  থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।

> ভালবাসার ওজন
প্রেমিকঃ  বল তো,ভালবাসার ওজন কত?
প্রেমিকাঃ  কত?
প্রেমিকঃ  ৮০ কেজি।
প্রেমিকাঃ  কীভাবে?
প্রেমিকঃ  আরে, ভালবাসতে তো ‘দুই মন’ লাগে!
প্রেমিকাঃ  অহ অ!!!!!!!!

> প্রশ্নঃ বিয়ে কাকে বলে?
উত্তরঃ – বিয়ে এমন একটা চুক্তি যার দ্বারা একটা ছেলে তার ব্যাচেলর ডিগ্রি হারায় এবং 
একজন মেয়ে  মাস্টার ডিগ্রি অর্জন করে।

> একজন সফল স্বামী হোল যে স্ত্রীর চেয়ে বেশী আয় করে এবং স্ত্রীর জন্য খরচ করে। 
আর একজন সফল স্ত্রী হোল যে এই রকম একজন স্বামী খুঁজে বার করতে পারে।

> প্রেম- বিয়ে সংক্রান্ত একটা মূল্যবান বাণী –
প্রেম হোল অন্ধ আর বিয়ে হোল আই ওপেনার।

> একজন পুরুষ দুই সময় মেয়েদেরকে বুঝতে পারে না
এক হোল বিয়ের আগে আর দুই হোল বিয়ের পরে।

> স্বামী-স্ত্রী রোমান্টিক মুডে আছে। অনেকদিন পর স্বামীকে বাগে পেয়ে স্ত্রী চাইছেন বড় কিছু আদায় করে নিতে।
স্ত্রী : আমার সঙ্গে দীর্ঘ ১০ বছর কাটানোটাকে তুমি কী ভাবে দেখ?
স্বামী : তোমার সঙ্গ এত আনন্দদায়ক যে ১০ বছরও মনে হয় মাত্র ১ সেকেন্ড!
স্ত্রী খুশি হয়ে : আর ১ লাখ টাকা আমার কাছে কী?
নির্বিকার স্বামী : সেটা তো এক টাকার একটা কয়েন মাত্র! তুমি কত্তো বড়লোকের মেয়ে…! 
স্ত্রী খুবই উৎফুল্ল হয়ে : তাইলে এইবার আমারে সে রকম একটা কয়েন দাও, প্লিজ… আজ মার্কেটিংয়ে যাব…
স্বামী : তাইলে সে রকম একটা সেকেন্ড অপেক্ষা কর, প্রিয়তমা...

> ভিক্ষুক ও বাড়িওয়ালার মধ্যে কথোপকথন-
ভিক্ষুক : আমাকে কিছু ভিক্ষা দেন।
বাড়িওয়ালা : আজকে মাফ করুন।
ভিক্ষুক : আজকে  মাপজোখ করতে পারুম না।  আমি ফিতা আনি নাই!

Advertisement

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

POST A COMMENT
Advertisement