scorecardresearch
 

Extreme Funny Jokes: 'রাম-সীতা'র জুটি, বন্ধুর এমন প্রশংসায় জবারদস্ত জবাব বিবাহিত যুবকের

Viral Jokes in Bengali: হাসি খুশি থাকার অভ্যাস গড়ে তুললে বড় বড় সমস্যাও সহজে সমাধান করা যায়। হাসলে মন কিছুটা শান্ত হয় এবং মানসিক চাপ দূর হয়। আপনাদের হাসাতে আমরা নিয়ে এসেছি কিছু মজার জোকস।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

Bengali Chutkule: মন থেকে  হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের  রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে  মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

> ডাক্তার (রোগীর স্ত্রীর কাছে)- আপনার স্বামীর অনেক বিশ্রাম দরকার, এখানে কিছু ঘুমের ওষুধ আছে। 
রোগীর স্ত্রী- এগুলো কখন দিতে হবে? 
ডাক্তার- এটা তার জন্য নয়, আপনার জন্য। 

> স্ত্রী তার মাতাল স্বামীকে শিক্ষা দিতে  রাতে কালো পোশাক পরে দাঁড়াল। 
স্বামী - তুমি কে ? 
স্ত্রী - ডাইনি 
স্বামী - চল, আমরা আত্মীয়, আমি  তোর বোনের স্বামী। 

আরও পড়ুন

> আমিও দেখব, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? 
ভিড় সরাতে গিয়ে বলল তপলু।
যখন কেউ সরল না তখন সে চিৎকার করে বলে- আমি সেই ব্যক্তির বাবা যার দুর্ঘটনা ঘটেছে। 
সামনে গিয়ে তপলু দেখে, একটা গাধা মরে পড়ে আছে।

> ছেলে- আমি তোমাকে বিয়ে করতে পারবো না, পরিবারের লোকজন রাজি হচ্ছে না। 
মেয়ে- তোমার বাড়িতে  কে কে আছে? 
ছেলে - স্ত্রী এবং দুটো বাচ্চা। 

> চিকু বাসে দাঁড়িয়ে ছিল.. 
ব্রেক কষতেই একটা মেয়ের উপর পড়ল।
 মেয়ে- কী করছ তুমি বখাটে ছেলে। 
চিকু- আমি ইঞ্জিনিয়ারিং করছি আর তুমি?

 > ছেলেকে ভর্তি করতে  স্কুলে গিয়েছিল চিন্টু। 
তখন তার ছেলেকে জিজ্ঞেস করা হলো- 
“what is your mother tongue??
এতে চিন্টু ছেলেক বলল- বল "very long"।

> পিলুর বউকে দেখে টিল্লু বলল। 
তোমার আর বৌদির জুটি ঠিক রাম-সীতার জুটি। 
পিলু- "কোথায় বন্ধু। না এ পৃথিবীতে মিশে যায়, না কোনো 'রাবণ' একে কেড়ে নেয়।

Advertisement

> গোলু একটা নাপিতের দোকান খুলল, 
একদিন তোলু সেখানে শেভ করতে গেল। 
তোলু- গোঁফ রাখতে হবে। 
গোলু- হ্যাঁ। 
তোলু (গোঁফ কেটে) এখন যেখানে রাখতে চান সেখানে রাখুন।

 > স্ত্রী- তুমি ঘুমিয়ে ঘুমিয়ে  আমাকে গালি দিচ্ছো।
স্বামী- না তোমার কিছু ভুল বোঝাবুঝি হয়েছে।
স্ত্রী- কী ভুল বোঝাবুঝি? 
স্বামী- এই যে, "আমি ঘুমোচ্ছিলাম"।

 > বাবা-  আমেরিকায় ১৫ বছরের ছেলেরাও নিজের পায়ে দাঁড়ায়। 
ছেলে- তাতে কী, ভারতে এক বছরের বাচ্চাও পালাতে শুরু করে।

 > বাবা ছেলের উপর রেগে যাচ্ছে- তুমি একটা কাজও ঠিকমতো করো না, তোমাকে পুদিনা আনতে বলেছিলে আর তুমি এই ধনে এনেছ, 
তোমার মতো বোকাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। 
ছেলে- বাবা চলো একসাথে যাই। 
বাবা- কেন? 
ছেলে- মা বলছিল এটা মেথি।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement