Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।
> বিল্টু: বলুন তো মেয়েরা বিয়ের সময় শ্বশুর বাড়িতে লাল শারি পরে কেন যায়?
.
.
.
মন্টু :. . মেয়েদের লাল শাড়ি পরার কারণ হচ্ছে- ঘরে ঢুকতে ঢুকতে রেড সিগন্যাল দিয়ে তাদের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা!
> গণশা বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে-
গণশা: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
গণশা: দুই টাকায় দেবে কি না বল?
বিক্রেতা: বলেন কী! কলার চোকলার দামই তো দুই টাকা।
গণশা: এই নাও এক টাকা। চোকলা রেখে আমাকে কলাটা দাও!
> মা: কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন?
ছেলে: এখন থেকে এভাবেই খাব!
মা: কেন?
ছেলে: আর কত অপমান সহ্য করব?
মা: কীসের অপমান?
ছেলে: বাবা রোজই বলেন, ‘এত বড় ছেলে, এখনো বসে বসে খাস!’
> এক অবিবাহিত যুবক বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। ফলে একদিন ফেসবুকে স্ট্যাটাস দিলো, ‘আমি বিয়ে করতে চাই।’
দিনশেষে তার স্ট্যাটাসে মাত্র দুটি মেয়ে লাইক দিলো। আর বাকি ১০৬ জন পুরুষ কমেন্ট করলো, ‘আমারটা নিয়ে যাও!’
> একদিন রনি আর জনির মধ্যে কথা হচ্ছে—
রনি: বুঝলি জনি, সুন্দরী এক তরুণীকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না।
জনি: কেন?
রনি: মেয়েটা কানে কম শোনে।
জনি: কী করে বুঝলি?
রনি: আমি তাকে বললাম, ‘আমি তোমাকে ভালোবাসি।’ আর ও বলল, ‘আমার পায়ের স্যান্ডেলটা নতুন!’
> পিন্টু: নারী যদি শক্তির প্রতীক হয়, তবে পুরুষ কীসের প্রতীক?
নান্টু: সহ্যশক্তি!
পিন্টু: কীভাবে?
নান্টু: নারী যে শক্তি প্রয়োগ করে, পুরুষকে তা সহ্য করতে হয়।
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)