scorecardresearch
 

Best Marriage Jokes: স্বামী বলল 'আই লাভ ইউ', স্ত্রীর জবাব শুনলে হো হো করে হাসবেন

Bengali Chutkule: মন থেকে হাসলে টেনশন কমে। চিকিৎসকদের মতে, ডিপ্রেশনের রোগীদের জন্য হাসি একটি ওষুধের মতো। হাসতে থাকলে মানসিক চাপ ও রোগ দূর হয়ে যায়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। আসুন হাসতে হাসতে ভাইরাল জোকস পড়া যাক।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি

JOKES: মানসিক চাপ নেওয়া স্বাস্থ্যের জন্য কোনও বিপদের  থেকে মুক্ত নয়। শরীরকে ফিট ও সুস্থ রাখতে মানসিক চাপ থেকে দূরে থাকা খুবই জরুরি। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার কিছু জোকস। যা পড়ার পর আপনি হাসবেন।

> স্বামী: আই লাভ ইউ!
স্ত্রী: আই লাভ ইউ টু! আমি তোমাকে এত ভালোবাসি... এত ভালোবাসি যে, পুরা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারি তোমার জন্য!
স্বামী: কিন্তু তুমি তো সারাক্ষণ আমার সঙ্গেই লড়াই করতে ব্যস্ত।
স্ত্রী: কারণ, আমার কাছে তুমিই হচ্ছে পুরো দুনিয়া!

> স্বামী-স্ত্রীর ঝগড়ার চূড়ান্ত পর্যায় চলছে। হঠাৎ স্ত্রী বলল-
স্ত্রী : আমি জান দিয়ে দেব!
স্বামী : আমিও জান দিয়ে দেব!
স্ত্রী : কেন, তুমি মরতে চাও কেন?
স্বামী : এত বড় সুখবর আমি সহ্য করতে পারব না তাই। 
স্ত্রী : তাহলে মরব না, যাও।

আরও পড়ুন

> ফাইভ স্টার হোটেলের বলরুমে ‘মডার্ন আর্ট এক্সিবিশন’ প্রদর্শনীতে গেছে সেন্টু। একটি ফ্রেমের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল।
 সেন্টু: তাহলে এটাই আপনাদের মডার্ন আর্টের নমুনা? এ রকম মানুষ আছে নাকি? কোথা থেকে আঁকেন এমন ছবি?
 শিল্পী: আজ্ঞে না, স্যার। আপনি হোটেলের একটি চমৎকার আয়নার ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছেন এখন।

> স্ত্রী: আর পারি না তোমার সংসার নিয়ে। আমার হাড্ডি কয়লা হয়ে গেল! এই সংসার আমি আর করব না!
স্বামী: এই নাও, গরম গরম লাড্ডু খাও!
স্ত্রী: আমাকে পটানোর চেষ্টা চলছে?
স্বামী: কী বলে পাগলি! ভালো কাজের আগে মিষ্টি মুখ করে নিতে হয়।

> মেয়ের বাবার কাছে পাত্র হিসেবে সাক্ষাৎকার দিতে গেছে এক যুবক-
মেয়ের বাবা: সিগারেট খাও?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: মদ খাও?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: বার বা নাইট ক্লাবে যাওয়ার অভ্যাস আছে?
ছেলে: হ্যাঁ।
মেয়ের বাবা: সবই তো দেখছি নেগেটিভ, পজিটিভ কিছু নেই?
ছেলে: হ্যাঁ। তা-ও আছে।
মেয়ের বাবা: কী সেটা?
ছেলে: সেটা হচ্ছে এইচআইভি মানে এইচআইভি পভিটিভ।

Advertisement

> ছেলে: মা, শুনলাম প্রেম নামে না-কী একটা ভাইরাস বের হয়েছে!
মা: হুম, জানি, তো?
ছেলে: ওই ভাইরাস না-কি সব ছেলেকেই আক্রমণ করছে!
মা: ওইসব নিয়ে চিন্তা করিস না বাবা, আমার কাছেও জুতো আছে। শুনেছি এটা না-কি অ্যান্টি-ভাইরাসের কাজ করে।

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 

Advertisement