Best Chicken Jokes 2023: কালো মুরগি Vs সাদা মুরগি, বল্টুর জবাব শুনলে খিলখিলিয়ে হাসবেন!

Jokes In Bengali: হাসি আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো রাখে। আজকের ব্যস্ত সময়, লোকেরা হাসতেও ভুলে যাচ্ছে, তাই আপনাকে হাসানোর জন্য আমরা নিয়ে এসেছি মজার ভাইরাল জোকস। এটা পড়ে আপনি আপনার হাসি কন্ট্রোল করতে পারবেন না।

Advertisement
কালো মুরগি Vs সাদা মুরগি, বল্টুর জবাব শুনলে খিলখিলিয়ে হাসবেন!প্রতীকী ছবি

Funny Jokes in Bengali: যে কোনো মানুষের সুস্থ থাকার জন্য যেমন ভালো খাবার প্রয়োজন, তেমনি হাসিও একজন মানুষকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল-সন্ধ্যা হাসির অভ্যাস গড়ে তুললে মানসিক চাপ থেকে দূরে থাকা যায়। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।

> স্বামী : কতবার বলেছি রান্না করতে করতে মোবাইল দেখো না। এটা ডাল হয়েছে? না লবণ, না কোনও মশলা!
স্ত্রী : আমিও তোমাকে কতবার বলেছি যে মোবাইর দেখতে দেখতে খাবার খেয়ো না! ভাতে তুমি ডাল দাওনি, জল  ঢেলেছো!

> স্ত্রী : আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কী করবে ?
স্বামী : কাগজে বিজ্ঞাপন দেবো!
স্ত্রী : কি লিখবে?
স্বামী : যে পাবে তার!

> স্বামী : আজ তরকারিতে নুন বেশি লাগছে।
স্ত্রী : নুন ঠিকই আছে। সবজি কম হয়েছে ,বলেছিলাম না, তরি-তরকারি বেশি করে আনবে।

> ছেলেঃ বাবা তুমি নাকি ঘুষ খাও?
বাবাঃ তুমি দেখেছ? ছেলেঃ না শুনেছি।
বাবাঃ শোনা কথায় কান দিতে নেই। কিছু দিন পর—
বাবাঃ তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ?
ছেলেঃ তুমি কি দেখেছ বাবা?
বাবাঃ না শুনেছি।
ছেলেঃ শোনা কথায় কান দিতে নেই বাবা.....

> স্ত্রী : আমি যদি হঠাৎ মারা যাই। তাহলে তুমি কী করবে?
স্বামী : তুমি মরে গেলে আমি পাগলই হয়ে যাব।
স্ত্রী : আরেকটা বিয়ে করবেনা তো?
স্বামী : পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে!!!

> স্যার: কালো মুরগি ও সাদা মুরগির মধ্যে পার্থক্য কি?
বল্টু: কালো মুরগী সাদা ডিম দিতে পারে,
কিন্তু সাদা মুরগী কালো ডিম দিতে পারে না!!! :-)

(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।) 
 

Advertisement

POST A COMMENT
Advertisement