Comedy Jokes: বর্তমান সময়ের দৌড়াদৌড়ির জীবনে হাসি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হাসতে থাকেন তবে সবচেয়ে কঠিন কাজটিও সহজেই হয়ে যায়। সুস্থ থাকতে আমাদের সকলেরই প্রতিদিন নিয়মিত হাসতে হবে। জোকস এবং কৌতুক একজন ব্যক্তিকে হাসাতে অনেক সাহায্য করে। কৌতুক ও চুটকুলে পড়ে একজন মানুষের সময় কাটে হাসতে হাসতে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার জোকস ও চুটকুলে, যা পড়ার পর আপনি হাসি থামাতে পারবেন না। তো হাসতে হাসতে শুরু করা যাক...
>এক লোক জুতার দোকানে ঢুকে দোকানদারকে বললেন, 'আমাকে এক জোড়া জুতো দেখান তো।'
দোকানদার:'কোন সাইজের দেখাবো, স্যার?'
ব্যক্তি: 'আমার সাইজ তো ১০। কিন্তু আমাকে ৫ নম্বর সাইজের একটা জুতো দেখান।'
দোকানদার:'সে কি স্যার! অন্য কারো জন্য নিচ্ছেন বুঝি?'
ব্যক্তি: 'না, না। আমার জন্যেই নেব। জুতা অনেক টাইট হবে আমার পায়ে, কিন্তু দিনশেষে যখন জুতা জোড়া খুলব তখন পুরো দিনের মধ্যে এক মূহুর্তের জন্য হলেও তো আরাম পাব।'
> এক রাজনীতিবিদ গেছেন এক শহরে বক্তৃতা দিতে। তার বক্তৃতা দেওয়ার বিষয়টা শহরে কেমন সাড়া ফেলেছে বুঝতে সে এক দোকানে ঢুকে বললেন,
জনীতিবিদ: 'আচ্ছা আজ আপনাদের শহরে নাকি কার বক্তৃতা হবে?'
দোকানদার: হ্যাঁ টের পেয়েছি, মনে হয় এক রাজনীতিবিদ বক্তৃতা দেবেন।
জনীতিবিদ : কীভাবে টের পেলেন? রাজনীতিবিদ খুশি হয়ে জিজ্ঞেস করলেন।
দোকানদার: আমার দোকানের পচা ডিমের বিক্রি বেড়ে গেছে যে।
> বাইরে থেকে একটা লোক দরজা নক করছে..………
ভেতর থেকে: কে…???
বাইরে থেকে: আমি।
ভেতর থেকে: আমি কে???
বাইরে থেকে: আরে…, আপনি কে আমি কী করে বলব???
> এক ভদ্রলোক, বয়স পঁয়তাল্লিশের ঘরে। ঢাকা মেডিকেল কলেজের ছেলেদের হোস্টেলের সামনে এসে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছেন দেখে মেডিকেলের এক ছাত্র এগিয়ে গিয়ে বললো—
ছাত্র: আংকেল, আপনি কাকে খুঁজছেন?
ভদ্রলোক: আমি বোনের খোঁজে এসেছিলাম।
ছাত্র: আপনি তো ভুল জায়গায় এসেছেন। আপনি এক কাজ করুন, রাস্তা পার হয়ে ওপারে ক্যাম্পাসের ভেতরে মেয়েদের হোস্টেলে খোঁজ নিন, ওখানে আপনার বোন থাকতে পারে।
ভদ্রলোক: না, ওই বোন না। আমি এসেছি বোন মানে হাড্ডির সেট কিনতে। আমার ছেলে এই বছর মেডিকেলে চান্স পেল তো!’
> গৃহকর্ত্রী নতুন আয়াকে প্রশ্ন করলেন—
গৃহকর্ত্রী: তুমি যে বাচ্চা দেখবে, তোমার শিশুদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে?’
আয়া: আছে না! আমি নিজেই তো শিশু ছিলাম।ট
> মা - আর বলবেন না মেয়েটা যা হয়েছে না একেবারে গানের পাগল। দেখুন না, বাড়িতে নতুন অতিথি এলে আমাদের সায়ন্তি সারাদিন তাকে গান শোনাবেই। তাই সে এখন আপনাকেও গান শোনাবে। কই সায়ন্তি শুরু করো মা।
সায়ন্তি হেড়ে গলায় গানের নামে চিৎকার শুরু করল। অতিথি কানে হাত দিয়ে উঠে দাঁড়াল।
অতিথি- এই মেয়ে তোমার গলাতো মোটেও ভালো নয়, তুমি গান করো কেন?
সায়ন্তি - আমি তো গাইতে চাই না, তবে বাড়িতে অনাহুত অতিথি এলে তাকে তাড়াতে মাঝে মাঝে আমাকে গান গাইতে হয়... আরেকটা গাইবো?
(Disclaimer: এই বিভাগের জন্য জোকস হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা জনপ্রিয় বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে। এদের উদ্দেশ্য কেবলমাত্র লোকেদের একটু আনন্দ দেওয়া… আমাদের উদ্দেশ্য নয় কাউকে উপহাস করা, অবজ্ঞা করা।)